Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-ইংল্যান্ডের বিপক্ষে যুব টাইগারদের স্কোয়াড ঘোষণা


১৩ জুলাই ২০১৯ ১৯:৫০

ভারত আর স্বাগতিক ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন সিরিজকে সামনে রেখে আকবর আলিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এই টুর্নামেন্ট খেলতে আগামী সোমবার (১৫ জুলাই) ইংল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ওয়ানডে ফরম্যাটের এই ত্রিদেশীয় সিরিজের মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী ১৮ জুলাই ইসিবি পারফরম্যান্স সেন্টারে ইয়ং লায়ন্স আমন্ত্রিত একাদশের বিপক্ষে গা গরমের ম্যাচটি খেলবে টাইগার যুবারা।

বিজ্ঞাপন

মূল মঞ্চে ভারতের বিপক্ষে চারটি আর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চারটি করে ম্যাচ খেলবে টাইগার যুবারা। আগামী ১১ আগস্ট সাসেক্সে ফাইনাল অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজে যুবা টাইগারদের ম্যাচ সিডিউল:
২২ জুলাই: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, নিউ রোড, ওরচেস্টার
২৪ জুলাই: বাংলাদেশ বনাম ভারত, নিউ রোড, ওরচেস্টার
২৭ জুলাই: বাংলাদেশ বনাম ভারত, চেলতেনহাম, গ্লুচেস্টারশায়ার
২৮ জুলাই: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, চেলতেনহাম, গ্লুচেস্টারশায়ার
৩০ জুলাই: বাংলাদেশ বনাম ভারত, এসেক্স
০১ আগস্ট: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, এসেক্স
০৫ আগস্ট: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, বেকেনহাম, লন্ডন
০৭ আগস্ট: বাংলাদেশ বনাম ভারত, বেকেনহাম, লন্ডন
১১ আগস্ট: ফাইনাল, হোভ, সাসেক্স

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ প্রান্তিক নওরোজ, শরিফুল ইসলাম, মোহাম্মদ পারভেজ হোসাইন, শামিম হোসাইন, শাহাদাত হোসাইন, রাকিবুল হাসান, রিশাদ হোসাইন, মৃতুঞ্জয় চৌধুরি, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ শাহিন আলম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

ইংল্যান্ড টাইগার বিসিবি ভারত যুবা টাইগার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর