Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ইনডোর এশিয়া কাপ


১৪ জুলাই ২০১৯ ২২:৪৮

ঢাকা: থাইল্যান্ডের চনবুড়িতে ইনডোর এশিয়া কাপের পর্দা উঠছে সোমবার। আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া। বাংলাদেশ এই আসরে নতুন হলেও মালয়েশিয়া বেশ পুরনো। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই ইনডোর হকির পরিচিত দলটির নাম মালয়েশিয়া। প্রথম পাঁচটি আসরেই পদক লুফে নিয়েছিল দলটি। এই অষ্টম আসরে তাই নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ পুরনো ভাতকে গলানো।

কাজটা সহজ হবে না। তবে সেমি ফাইনালে স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে যাওয়া বাংলাদেশের হকি খেলোয়াড়রা প্রত্যয়ী। সোমবার (১৫ জুলাই) স্থানীয় সময় সকাল ১০:২০ ও বাংলাদেশ সময় ১১:২০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

আজ রোববার সকাল ১১:৩০ মিনিট হতে ১০:৩০ মিনিট পর্যন্ত চনবুড়ির ফিজিক্যাল ইনডোর জিমনেশিয়ামে অনুশীলন করে পুরো দল। থাইল্যান্ড থেকে হেড কোচ হামিদরেজা বোখারাই জানান, দলের সবাই সুস্থ আছেন। নিজেদের প্রথম ইনডোর টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্স চান ইরানী এই কোচ।

৭ দিনের টুর্নামেন্টে নারীদের বিভাগে ১০টি ও পুরুষদের বিভাগে ১০টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে বাংলাদেশ পুল ‘এ’ থেকে লড়বে। বাংলাদেশের গ্রুপে মালয়েশিয়া ছাড়াও প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরান, থাইল্যান্ড ও ফিলিপাইন ।

প্রথমবারের ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলেও নেই চমক। প্রত্যাশিতরাই চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন। আলোচিতদের মধ্যে শুধু পুস্কর খীসা মিমোর জায়গা হয়নি ১২ জনের চূড়ান্ত দলে। বাদ পড়েছেন তাহের, সবুজ, বিপ্লব, নাঈম এবং শিশিরের মতো তরুণরা। অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই মূলত ইনডোর হকির দল গড়েছেন বাংলাদেশের ইরানি কোচ হামিদ রেজা বোখারী কাশি। আগামী ১৫ থেকে ২১ জুলাই থাইল্যান্ডের চনবুঁড়িতে অনুষ্ঠিত হবে ইনডোর এশিয়া কাপের অষ্টম আসর। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আসরটি সামনে রেখে প্রায় মাস দুয়েক অনুশীলন করেছেন জিমি, শিতুল, আশরাফুলরা। শুরুতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৪ খেলোয়াড় নিয়ে ঢাকার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করে হকি ফেডারেশন। ঈদের পর ক্যাম্প স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় সাভারের বিকেএসপিতে। দলের আকারও ছোট করে আনা হয়। ৩৪ জন থেকে দল নেমে আসে ১৮ জনে। সেখান থেকে শেষ পর্যন্ত ১২ জনকে রাখা হয়েছে চূড়ান্ত স্কোয়াডে। চূড়ান্ত দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা হলেন- জিমি, শিতুল, আশরাফুল, সারোয়ার, কৌশিক, মিলন, রাব্বি, অসীম, নিপ্পন, খোরশেদ, পিন্টু এবং রোমান।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫ জুলাই উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ। সিক্স-এ সাইড টুর্নামেন্টে প্রথম অভিজ্ঞতা অর্জনের ম্যাচ এটি। এর পর ১৬ থেকে ১৮ জুলাই গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচে শিতুলদের প্রতিপক্ষ ইরান, ফিলিপাইন এবং স্বাগতিক থাইল্যান্ড। সবশেষ আসরে (২০১৭ সালে) ৮ দল অংশ নিলেও এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে।

ইনডোর এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতি ভালো হয়েছে বাংলাদেশের। সেমির প্রত্যাশা নিয়েই থাইল্যান্ডে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের জাতীয় দলের অধিনায়ক ফরহাদ আহমেদ শিতুল, ‘১৫ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করব। আমাদের প্রথম লক্ষ্যই মালয়েশিয়াকে হারানো। ম্যাচটা জিতে গেলে টুর্নামেন্টের শুরুতেই একটা মেমেন্টাম তৈরি হয়ে যাবে। অন্য ম্যাচগুলোর ক্ষেত্রে তখন জয়টা দারুণ কাজে দেবে। গ্রুপে ইরান হট ফেভারিট। ইরানের কাছে হারলেও মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইনকে হারালে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। সেমিতে যেতে হলে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে আমাদের জিততেই হবে।’

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর