Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-তামিম-লুসাইয়ের কাতারে নাম লেখালেন মাসুদ


১৪ জুলাই ২০১৯ ২৩:৪৭ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ০৪:৪১

ঢাকা: দেশের হকি লিজেন্ড জুম্মান লুসাই, বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান, দেশ অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও দেশের কাবাডি দলের অধিনায়ক মাসুদ করিম যেন একটা বিন্দুতে মিলিত হলেন। সবাই বিশ্ব সেরা একাদশে লাল-সবুজদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

দেশ সেরা তিন ক্রীড়াবিদের মতো বিশ্ব সেরা দলে জায়গা করে নিয়েছেন মাসুদ করিম। ভারত একাদশের সঙ্গে সে ম্যাচ মাসুদরা জিতেছেন ৩৩-৩২ ব্যবধানে। এমন কীর্তিতে দেশের ক্রীড়াঙ্গন ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়।

বিজ্ঞাপন

দেশ সেরা এই কাবাডি খেলোয়াড় এখন অবস্থান করছেন ভারতে। ২০ জুলাই থেকে দেশটিতে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রো-কাবাডি লিগের সপ্তম আসর। গতবারের মতো এবারও মাসুদ করিম খেলবেন ইউপি যোদ্ধার হয়ে।

সাকিব গতবছর বিশ্ব একাদশ ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন। তামিম ইকবাল ২০১৭ ও ২০১৮ সালে দু’দুবার প্রতিনিধিত্ব করেছেন। দেশ সেরা হকির কিংবদন্তি খেলোয়াড় জুম্মান লুসাই ১৯৮৯ সালে বিশ্ব সেরা একাদশের হয়ে খেলেছেন। সেই ছোট্ট তালিকায় যুক্ত হলেন মাসুদ করিমও।

বিশ্ব সেরা কাবাডি দলে লাল-সবুজের হয়ে জায়গা করে নেয়াটাকে গর্ব হিসেবে দেখছেন এই রেইডার, ‘সাকিব-তামিমদের মতো বিশ্বসেরা
একাদশে সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে ভাল লাগছে।’

২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রো-কাবাডিকে সামনে রেখেই এমন ম্যাচের আয়োজন করা হয়েছে। গতবার চার ম্যাচে সুযোগ পেয়েছিলেন ইউপির হয়ে। এবার সুযোগ পেলে আরও ভালো পারফর্মেন্স দিতে চান মাসুদ, ‘এবার আরও বেশি ম্যাচ পাবো আশা করছি। নিজের সেরাটাই দিবো।’

বিজ্ঞাপন

মাসুদ করিম ছাড়াও এবার দেশের আরেক অল রাউন্ডার কাবাডি খেলোয়াড় সাজিদ হোসেন খেলবেন গুজরাট ফরচুন জায়ান্টসের জার্সিতে। প্রথমবার প্রো কাবাডিতে সুযোগ পেলেন সাজিদ।

সারাবাংলা/জেএইচ

আরও পড়ুন

প্রো কাবাডি খেলতে ভারতে যাচ্ছেন মাসুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর