মহাকাব্যিক ফাইনালে হিরো ইংল্যান্ড (রোল অব অনার)
১৫ জুলাই ২০১৯ ০১:২৩
রুদ্ধশ্বাস জয়ে ইংল্যান্ড জিতলো স্বপ্নের শিরোপা। লর্ডসের ফাইনালে পেণ্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য বদল হয় অসংখ্যবার। নির্ধারিত ৫০ ওভারের পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। চরম নাটকীয়তার পর সেখানেও টাই, ম্যাচের ভাগ্য গড়ে দেয় দুই দলের বাউন্ডারি সংখ্যা। সুপার ওভারসহ ইংলিশদের চার ও ছক্কা ছিল মোট ২৬টি, নিউজিল্যান্ডের ১৭টি। ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড তাতে প্রথমবারের মতো শিরোপা উল্লাসে মেতে ওঠে।
ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিনটি আসর বসে ইংল্যান্ডে। এবারো ইংলিশদের মাটিতে বসেছিল ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। এটি নিয়ে মোট পাঁচবার ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হয় ইংল্যান্ড। সর্বোচ্চ সাতবার ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। এর মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয় ক্যাঙ্গারুর দেশটি।
তিনবার করে ফাইনালে উঠেছিল ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ দুবার করে চ্যাম্পিয়ন হয় ভারত, ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা একবার চ্যাম্পিয়ন আর দুইবার রানার্সআপ হয়। এশিয়ার আরেক দেশ পাকিস্তান দুইবার ফাইনালে উঠে, একবার শিরোপা জেতে আর একবার রানার্সআপ হয়। এছাড়া, এই বিশ্বকাপের আগে ইংল্যান্ড তিনবার ফাইনালে উঠলেও তিনবারই শিরোপা বঞ্চিত হয়। গতবার নিজেদের ক্রিকেটে ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা জেতা হয়নি ব্লাক ক্যাপসদের। এবার স্বাগতিক ইংল্যান্ডের কাছে শিরোপা দিতে হলো কিউইদের।
ওয়ানডে বিশ্বকাপের রোল অব অনার:
১৯৭৫ বিশ্বকাপ ফাইনাল, লর্ডস: ইংল্যান্ড (আয়োজক), ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী
১৯৭৯ বিশ্বকাপ ফাইনাল, লর্ডস: ইংল্যান্ড (আয়োজক) ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে জয়ী
১৯৮৩ বিশ্বকাপ ফাইনাল, লর্ডস: ইংল্যান্ড (আয়োজক) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ভারত ৪৩ রানে জয়ী
১৯৮৭ বিশ্বকাপ ফাইনাল, কলকাতা: ভারত/পাকিস্তান (আয়োজক) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ৭ রানে জয়ী
১৯৯২ বিশ্বকাপ ফাইনাল, মেলবোর্ন: অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড (আয়োজক) পাকিস্তান বনাম ইংল্যান্ড, পাকিস্তান ২২ রানে জয়ী
১৯৯৬ বিশ্বকাপ ফাইনাল ,লাহোর: ভারত/পাকিস্তান/শ্রীলঙ্কা (আয়োজক) শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
১৯৯৯ বিশ্বকাপ ফাইনাল, লর্ডস: ইংল্যান্ড (আয়োজক) অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
২০০৩ বিশ্বকাপ ফাইনাল, জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকা (আয়োজক) অস্ট্রেলিয়া বনাম ভারত, অস্ট্রেলিয়া ১২৫ রানে জয়ী
২০০৭ বিশ্বকাপ ফাইনাল, ব্রিজটাউন: ওয়েস্ট ইন্ডিজ (আয়োজক) অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ৫৩ রানে জয়ী
২০১১ বিশ্বকাপ ফাইনাল, মুম্বাই: বাংলাদেশ/ভারত/শ্রীলঙ্কা (আয়োজক) ভারত বনাম শ্রীলঙ্কা, ভারত ৬ উইকেটে জয়ী
২০১৫ বিশ্বকাপ ফাইনাল, মেলবোর্ন: অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড (আয়োজক) অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
২০১৯ বিশ্বকাপ ফাইনাল, লর্ডস: ইংল্যান্ড (আয়োজক) ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ইংল্যান্ড সুপার ওভারে জয়ী
সারাবাংলা/এমআরপি
ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ চ্যাম্পিয়ন টপ নিউজ বিশ্বকাপ স্পেশাল