Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থ্রিলার ফাইনালে ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ


১৫ জুলাই ২০১৯ ০৩:২১

টেনিস র‌্যাংকিংয়ের এক আর দুই নম্বর খেলোয়াড়ের মাঝে শিরোপার লড়াই। উত্তেজনায় ঠাসা, রোমাঞ্চকর ফাইনাল! ৫ ঘণ্টা ৯ মিনিটের মহাকাব্যিক থ্রিলার ক্লাসিক গেমে রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ।

শ্বাসরুদ্ধকর ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জিতলেন বিশ্ব র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা জোকোভিচ। এই ম্যারাথন লড়াইয়ের ম্যাচকে উইম্বলডন ইতিহাসের সেরা ম্যাচ বলতে দ্বিধা করবে না কেউ।

বিজ্ঞাপন

সেন্টার কোর্টে ৭-৬, ৬-১, ৭-৬, ৬-৪, ১৩-১২ সেটে রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতে নিলেন জোকোভিচ। দুই দুই বার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট পেলেও টাইব্রেকারে হেরে তিনটা সেটই লস করেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইজারল্যান্ডের মহাতারকা ফেদেরার। এদিকে, উইম্বলডনে পঞ্চম শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা ৩২ বছর বয়সী জোকোভিচ।

গত এক বছরে পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের চারটিতে ফাইনালে উঠে সবকটিতেই চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। ফেদেরারের বিপক্ষে ৪৮ বারের মুখোমুখি লড়াইয়ে জোকোভিচের এটা ২৬তম জয়।

পুরুষ এককের শিরোপা লড়াইয়ে প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন ৩৯ বছর ছুঁই ছুঁই ফেদেরার। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জোকোভিচ জিতলেও পরের সেটে আবারো হেরে বসেন। শেষ সেট গড়ায় টাইব্রেকারে। ক্যারিয়ারে জোকোভিচের এটি ১৬তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

সারাবাংলা/এমআরপি

চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ রজার ফেদেরার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর