Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বাসই হচ্ছে না মরগানের


১৫ জুলাই ২০১৯ ০৪:২৬

বিশ্বকাপে রোমাঞ্চে ঠাসা ফাইনালের সুপার ওভারে নিউজিল্যান্ডকে আটকে দিয়ে ইংলিশ দলপতি ইয়ন মরগান সংবাদ সম্মেলনে এলেন শিরোপা হাতে। কাপটি টেবিলের এক পাশে রেখে প্রশ্নত্তোর পর্ব শুরু করলেন। কিন্তু চিরাচরিত মরগানকে আজ যেন ঠিক খুঁজে পাওয়া গেল না। মুখে বিস্ময়ের চিহ্ন বোঝাই যাচ্ছিল। যেন অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে গেছে। যা তার বিশ্বাসই হচ্ছে না। একদিন আগের সেই রোবটিক চেহারা তার নেই!

মরগানকে দেখে তার সম্পর্কে যে বর্ননাটি ওপরে দেওয়া হয়েছে আদতেও তিনি ঠিক তেমনি ছিলেন। বিস্মিত, হতচকিত। স্বদেশী এক সংবাদ মাধ্যম কর্মীর প্রশ্নে সেটা স্বীকার করলেন, ‘আবেগপ্রবন আমি আগেও হয়েছি। কিন্তু এখন! আমার বিশ্বাসই হচ্ছে না। সত্যিই বিশ্বাস করতে পারছি না। সে জন্যই কাপটি হাতে নিয়ে ঘুরছি। আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা সেই অভিশপ্ত সীমা অতিক্রম করেছি। দিনটি সত্যিই অসাধারণ ছিল।’

অসাধারণ না বলেই বা উপায় কি বলুন? আজ সেই দিন, যেদিন ক্রিকেটের জনক হয়েও বিশ্বকাপ না জেতার বদনাম ঘোঁচাল কুলিন ইংলিশরা। যেদিন ৪৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। যেদিন গোটা ইংলিশ জাতিকে বাধভাঙা উল্লাসের উপলক্ষ্য এনে দিতে পারলেন। যেদিন বঞ্চিতের মুখে অমূল্য হাসি উপহার দিলেন।

দিনটিকে তাই ঘটনাবহুল আখ্যা না দিয়ে পারলেন না ইংলিশ দলপতি, ‘আমার কাছে এই জয়টির মানে অনেক কিছু। এই জয়টির আমাদের ত্যাগ, প্রতিশ্রুতি, সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের ফসল। গেল চার বছরে আমাদের এই যাত্রাটি অসাধারণ ছিল। যে যাত্রায় আমরা অসংখ্য সুভানুধ্যায়ী পেয়েছি। আজ তাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের জন্য ঘটনাবহুল।’

বিজ্ঞাপন

নিঃসন্দেহে ইংলিশদের ইতিহাসের দায় মেটানো এই জয়ের নায়ক ‘ব্যাড বয়’ বেন স্টোকস। রোববার (১৪ জুলাই) ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪১ রান করে নিউজিল্যান্ড। শেষ বলে অলআউট হওয়া ইংল্যান্ডও করে ২৪১ রান। ট্রেন্ট বোল্টের করা সুপার ওভারে স্টোকস ও জস বাটলার নেন ১৫ রান। জোফরা আর্চারের ওভারে ১৫ রান নেন জিমি নিশাম ও মার্টিন গাপটিলও। ৫০ ওভার ও সুপার ওভার মিলিয়ে বেশি বাউন্ডারি হাঁকানোয় প্রথমবারের মতো শিরোপা জেতে মরগানের দলটি।

৯৮ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৮৪ রানের অসাধারণ ইনিংসে ইংল্যান্ডের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান স্টোকসের। বিশ্বকাপে দ্বিতীয় ও ওয়ানডে ক্যারিয়ারে সপ্তমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন এই অলরাউন্ডার।

অথচ মাত্র এক বছর আগে ব্রিস্টলে গভীর রাতে মারামারির ঘটনায় তার ক্যারিয়ার যায় যায় অবস্থা হয়েছিল। সেই ব্যাড বয়ের ব্যাটেই আজ ঐতিহাসিক জয় ধরা দিল। কেমন ছিলেন আজ স্টোকস? জানতে চাইলে মরগান প্রশংসায় আদৃত করে রাখলেন সুপার পারফর্মার সতীর্থকে, ‘অসাধারণ। সে একটা সুপারম্যান। ওই আমাদের দলকে টেনেছে। বাটলার আর স্টোকসের জুটি ছিল অসাধারণ। লোয়ার অর্ডারে ব্যাট হাতে স্টোকস যেভাবে লড়েছে আমি ভুলতে পারব না। পুরো ম্যাচ জুড়ে যে আবেগ ছিল, যে চাপ ছিল, সেটা সে নিপুন হাতে সামলেছে। আজকের ম্যাচ যারা দেখেছে সবাই নিশ্চয়ই বেন স্টোকসই হতে চাইবে।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ইয়ন মরগান ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ চ্যাম্পিয়ন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর