তিন, পাঁচ আর নয়ে সাকিব
১৫ জুলাই ২০১৯ ০৪:২৯
ইংল্যান্ডের শিরোপা জয়ের মধ্যদিয়ে শেষ হলো দ্বাদশ বিশ্বকাপ। এই বিশ্বকাপে বাংলাদেশের পাওয়া বলতে বড় দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই। আর বড় পাওয়া বলতে সাকিব আল হাসানের রেকর্ড ওলটপালট করা পারফরম্যান্স। টুর্নামেন্ট সেরার পুরস্কারটা না জিতলেও সাকিব বিশ্ব ক্রিকেটের মন ঠিকই জিতে নিয়েছেন।
চোখ ধাঁধানো ব্যাটিংয়ে সাকিব এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে। এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিব পাঁচ নম্বরে। আর ১২টি বিশ্বকাপ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার ৯ নম্বরে।
দ্বাদশ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচ:
১। রোহিত শর্মা (ভারত): ৯ ম্যাচের ৯ ইনিংসে ৬৪৮ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ১৪০, ব্যাটিং গড় ৮১.০০, সেঞ্চুরি ৫টি, ফিফটি ১টি
২। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ১০ ম্যাচের ১০ ইনিংসে ৬৪৭ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৬, ব্যাটিং গড় ৭১.৮৮, সেঞ্চুরি ৩টি, ফিফটি ৩টি
৩। সাকিব আল হাসান (বাংলাদেশ): ৮ ম্যাচের ৮ ইনিংসে ৬০৬ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ১২৪*, ব্যাটিং গড় ৮৬.৫৭, সেঞ্চুরি ২টি, ফিফটি ৫টি
৪। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড): ১০ ম্যাচের ৯ ইনিংসে ৫৭৮ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৮, ব্যাটিং গড় ৮২.৫৭, সেঞ্চুরি ২টি, ফিফটি ২টি
৫। জো রুট (ইংল্যান্ড): ১১ ম্যাচের ১১ ইনিংসে ৫৫৬ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ১০৭, ব্যাটিং গড় ৬১.৭৭, সেঞ্চুরি ২টি, ফিফটি ৩টি
এদিকে, বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে শচীন টেন্ডুলকার। ভারতীয় এই ব্যাটিং গ্রেট ২০০৩ বিশ্বকাপে ১১ ইনিংসে করেছিলেন ৬৭৩ রান। এই তালিকায় দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ২০০৭ আসরে ১০ ইনিংসে করেছিলেন ৬৫৯ রান। তিনে থাকা ভারতের রোহিত শর্মা এই আসরে ৯ ইনিংসে করেছেন ৬৪৮ রান। চারে থাকা ডেভিড ওয়ার্নার এই আসরে ১০ ইনিংসে করেছেন ৬৪৭ রান। আর পাঁচে থাকা সাকিব ৮ ইনিংসে করেছেন ৬০৬ রান। বিশ্বের আর কোনো ব্যাটসম্যান বিশ্বকাপের এক আসরে ৬০০ প্লাস রান করতে পারেননি।
এছাড়া, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২৭৮ রান করে চূড়ায় বসে আছেন শচীন। বিশ্বকাপের ৪৪ ইনিংসে ব্যাট করে তিনি এই রান নিজের নামের পাশে জমিয়েছেন। এই তালিকায় সাকিব আছেন ৯ নম্বরে। বিশ্বকাপের ২৯ ম্যাচে ১১৪৬ রান করেছেন সাকিব। টাইগার এই অলরাউন্ডার আর শচীনের মাঝে আছেন সাতজন। তারা হলেন রিকি পন্টিং (১৭৪৩), কুমার সাঙ্গাকারা (১৫৩২), ব্রায়ান লারা (১২২৫), এবি ডি ভিলিয়ার্স (১২০৭), ক্রিস গেইল (১১৮৬), সনাথ জয়সুরিয়া (১১৬৫) এবং জ্যাক ক্যালিস (১১৪৮)।
সারাবাংলা/এমআরপি