ইংল্যান্ড বিশ্বকাপে যতো সর্বোচ্চ!
১৫ জুলাই ২০১৯ ১৫:১৯
রোববার (১৪ জুলাই) লর্ডসের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে বিশ্বকাপের ১২তম আসর। অনেক নাটকীয়তার শেষে শিরোপা জয় নিশ্চিত হয় ইংলিশদের। এবারের বিশ্বকাপে ভেঙেছে বেশ কিছু রেকর্ড। গ্লেন ম্যাকগ্রার এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড কিংবা গ্রুপ পর্বে সর্বোচ্চ রানের রেকর্ডও লেখা হয়েছে নতুন করে।
এবারের বিশ্বকাপের ব্যাটসম্যানদের যতো সর্বোচ্চ:
সর্বোচ্চ রান – রোহিত শর্মা ৬৪৮।
সর্বোচ্চ স্কোর – ডেভিড ওয়ার্নার ১৬৬।
ব্যাটিং গড় – সাকিব আল হাসান ৮৬.৫৭।
স্ট্রাইক রেট – জশ বাটলার ১২২.৮৩।
সর্বোচ্চ শতক- রোহিত শর্মা ৫টি।
সর্বোচ্চ পঞ্চাশ- সাকিব আল হাসান ৭টি।
সর্বোচ্চ চার – রোহিত শর্মা, জনি বেয়ারেস্টো ৬৭টি।
সর্বোচ্চ ছয় -ইয়ন মরগান ২২টি।
এবারের বিশ্বকাপে বোলারদের যতো সর্বোচ্চ:
সর্বোচ্চ উইকেট – মিচেল স্টার্ক ২৭টি।
সেরা বোলিং ফিগার – শাহিন শাহ আফ্রিদি ৬/৩৫।
সেরা বোলিং গড় – শামি ১৩.৭৮। (কমপক্ষে ৫টি উইকেট নিয়েছেন তাদের তালিকা।)
সেরা ইকোনমি রেট – কলিন ডে গ্র্যান্ডহোম ৪.১৫। (কমপক্ষে ৫টি উইকেট নিয়েছেন তাদের তালিকা।)
সেরা বোলিং স্ট্রাইক রেট – মোহাম্মদ শামি ১৫। (কমপক্ষে ৫টি উইকেট নিয়েছেন তাদের তালিকা।)
ইনিংসে ৫ উইকেট – মোস্তাফিজুর রহমান, মিচেল স্টার্ক ২টি।
সর্বোচ্চ মেডেন – জাসপ্রিত বুমরাহ ৯টি।
সর্বোচ্চ ওভার – জোফরা আর্চার ১০০.৫ ওভার।
সর্বোচ্চ ডট বল: জোফরা আর্চার ৩৭২টি।
এবারের বিশ্বকাপে ফিল্ডিংয়ে যতো সর্বোচ্চ:
সর্বোচ্চ ক্যাচ – জো রুট ১৩টি।
এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ – ক্রিস ওয়কস, জশ বাটলার ৪টি।
উইকেটরক্ষকদের এবারের বিশ্বকাপ:
সর্বোচ্চ ডিসমিসাল – টম লাথাম ২১টি
সর্বোচ্চ স্ট্যাম্পিং – মহেন্দ্র সিং ধোনি ৩টি
এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল – অ্যালেক্স ক্যারি, টম লাথাম ৫টি।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের সর্বোচ্চ রানে শিকারি রোহিত শর্মা এবং সেই সাথে সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটসম্যানও তিনি। আর নিজের নামের পাশে সর্বোচ্চ ২৭টি উইকেট নিয়ে এক বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন মিচেল স্টার্ক। এর আগে এই রেকর্ড নিজের নামে করে রেখেছিলেন অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি এক বিশ্বকাপে ২৬টি উইকেট তুলে নিয়েছিলেন।
আরও পড়ুন: বাচ্চাদের ক্রিকেট খেলতে নিষেধ করলেন জিমি নিশাম
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ফাইনাল বিশ্বকাপ স্পেশাল সেরা বোলার সেরা ব্যাটসম্যান