২.৫০ ইকোনমি রেটে ছয়ে কলিন ডি গ্রান্ডহোম
১৫ জুলাই ২০১৯ ১৯:১৩
লর্ডসের ফাইনালে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে। এই পুঁজিতেই স্বাগতিক ইংল্যান্ডকে আটকে দিয়েছিল কিউই বোলাররা। ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ইংলিশরাও তোলে ২৪১ রান। পরে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও টাই হয়। বাউন্ডারির হিসেব কষে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইংলিশদের।
ফাইনালের মহারণে ২৪১ রানের স্বল্প পুঁজিতেই লড়াই করেছে কিউই বোলাররা। ইংলিশদের আটকে রাখতে বড় ভূমিকা রেখেছিলেন কলিন ডি গ্রান্ডহোম। দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে তার বোলিং ফিগারটি ছিল ১০-২-২৫-১। ফাইনালের দুর্দান্ত এই স্পেলে গ্রান্ডহোমের বোলিং ইকোনমি রেট ছিল ২.৫০।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কমপক্ষে ১০ ওভার বল করেছেন এমন বোলারদের সেরা ইকোনমি রেটে ছয় নম্বরে ঢুকে গেছেন গ্রান্ডহোম। ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের কপিল দেবের বোলিং ইকোনমি রেট ছিল ১.৯০। এখন পর্যন্ত সেটিই হয়ে আছে বিশ্বকাপের ফাইনালের সেরা বোলিং ইকোনমি রেট।
ফাইনালের মঞ্চে সেরা বোলিং ইকোনমি রেটের তালিকা:
১। ১.৯০ কপিল দেব-১৯৮৩
২। ২.০০ জোয়েল গার্নার-১৯৮৩
৩। ২.১৮ ম্যালকম মার্শাল-১৯৮৩
৪। ২.২০ ডেরেক প্রিঙ্গেল-১৯৯২
৫। ২.৩০ রজার বিনি-১৯৮৩
৬। ২.৫০ কলিন ডি গ্রান্ডহোম-২০১৯
সারাবাংলা/এমআরপি