Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কা সফরে টাইগারদের স্কোয়াড ঘোষণা


১৬ জুলাই ২০১৯ ১৫:৪৬ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১৩:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা আবু জায়েদ রাহী। আর ব্যক্তিগত কারণে ছুটিতে থাকবেন সাকিব আল হাসান এবং লিটন দাস।

বিশ্বকাপ স্কোয়াডের বাইরে দলে নতুন করে সুযোগ মিলেছে এনামুল হক বিজয় এবং তাইজুল ইসলামের। লঙ্কান সফরে টাইগারদের নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মোর্ত্তজা।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ জুলাই। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এবং ৩১ জুলাই। সবগুলো ম্যাচই দিবারাত্রির। বাংলাদেশ দল লঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে ২০ জুলাই। এর আগে টাইগাররা ১৭ জুলাই থেকে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প করবে মিরপুরে।

আরও পড়ুন: বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের সূচি

সারাবাংলা/এসএস

বাংলাদেশ-শ্রীলঙ্কা মাশরাফি বিন মোর্ত্তজা শ্রীলঙ্কা সিরিজ স্কোয়াড ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর