Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে আবারো তাইজুলের ঘূর্ণি জাদু


১৬ জুলাই ২০১৯ ১৯:৪০

বেঙ্গালুরুতে চার দিনের ম্যাচের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ডক্টর ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে নেমেছে সফরকারী বিসিবি একাদশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। প্রথম দিন শেষে ৯০ ওভারে ডক্টর ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাসোসিয়েশন ৮ উইকেট হারিয়ে তুলেছে ৩০০ রান। এর মধ্যে চারটি উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মঙ্গলবার (১৬ জুলাই) স্বাগতিক দলের হয়ে সেঞ্চুরি হাঁকান আশায় সারদেশাই। ১৭ বাউন্ডারিতে ১১২ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া, ৫০ রান করে বিদায় নেন সুভাম রাঞ্জন। চারটি চার আর তিনটি ছক্কায় ৪৩ রানের ইনিংস খেলেন আমান খান। এছাড়া, হার্দিক তামোরে ২০, মনন ভোরা ২, নৌশাদ ৩৮, সরফরাজ খান ১৭, সিরাজ ১, ইকবাল ৪, মুকেশ ৪* রান করেন।

বিজ্ঞাপন

বিসিবি একাদশের হয়ে আগের ম্যাচে একাই আট উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার আজ নিয়েছেন চার উইকেট। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের জন্য ডাক পাওয়া তাইজুল ৩০ ওভারে ১৩৫ রানের বিনিময়ে চারটি উইকেট নেন।

পেসার তাসকিন আহমেদ ১৯ ওভারে ৩৩ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। শহিদুল ইসলাম ১৫ ওভারে ৩৫ রানের বিনিময়ে পান একটি উইকেট। আরিফুল হক ৮ ওভারে ১৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। নাঈম শেখ ১৮ ওভারে ৭০ রান দিয়ে একটি উইকেট তুলে নেন।

মুমিনুল হকের নেতৃত্বে খেলতে যাওয়া বিসিবি একাদশ আগের ম্যাচে নেমেছিল বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে। মুমিনুলের দেড়শো, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, জহুরুল ইসলামের ৯৬ আর আরিফুল হকের ফিফটিতে বিসিবি একাদশ ৫০০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। পরে ম্যাচটি ড্র হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

তাইজুল বিসিবি একাদশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর