Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঙ্কা অভিযানে রওনা দিচ্ছেন টাইগাররা


২০ জুলাই ২০১৯ ১২:৪২ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের পর টাইগারদের প্রথম সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। তবে এই সিরিজ হবে কিনা তা নিয়ে ছিল বেশ ধোঁয়াশা। কিছুদিন আগেই শ্রীলঙ্কায় জঙ্গি হামলার কারণে নিরাপত্তা নিয়ে ছিল শঙ্কা। তবে শ্রীলঙ্কার নিরাপত্তা বিষয়ে সন্তুষ্ট হয়েছে বিসিবি এবং শেষ পর্যন্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে লঙ্কার উদ্দেশে পাড়ি জমাচ্ছেন টাইগাররা। সদ্য ডাক পাওয়া ফরহাদ রেজা এবং তাসকিন আহমেদ পরে যাবেন। ১৪ সদস্যের দলের ৭ জনই রওনা দিচ্ছেন আজ।

 

বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে ওঠার কথা রয়েছে টাইগারদের। ১৪ সদস্যের দল থেকে শুক্রবার (১৯ জুলাই) অনুশীলনের সময় চোট অনুভব করায় দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা এবং অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মাশরাফির বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ এবং সাইফউদ্দিনের পরিবর্তে দলে এসেছেন ফরহাদ রেজা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ছিটকে গেলেন মাশরাফি, অধিনায়ক তামিম

তাসকিন ভারতে ড: থিয়াম্মাপা টুর্নামেন্ট খেলছে বিসিবি একাদশের হয়ে, আর ফরহাদ রেজা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলছেন ওডিআই সিরিজ।

পড়ুন: মাশরাফির বদলি ফরহাদ রেজা, সাইফউদ্দিনের জায়গায় তাসকিন

বাংলাদেশ দল শনিবার (২০ জুলাই) শ্রীলঙ্কায় পৌঁছাবে। ২১ এবং ২২ জুলাই সাধারণ অনুশীলন করবে। ২৩ জুলাই একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচে কলম্বোয় লঙ্কানদের মুখোমুখি হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের সব ক’টি ম্যাচ গাজী টেলিভিশন এবং র‍্যাবিটহোলের ওয়েবসাইট সরাসরি সম্প্রচার করবে।

আরও পড়ুন: বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের সূচি

সারাবাংলা/এসএস

টপ নিউজ দেশ ছাড়ছেন বাংলাদেশ-শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর