মিলানকে হারিয়েছে ইউনাইটেড
২০ জুলাই ২০১৯ ১৯:৪৯
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে হারিয়েছে ওলে সুলশারের শিষ্যরা। অ্যান্তোনিও কন্তের মিলানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছেন ইউনাইটেড।
শনিবার (২০ জুলাই) সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো গোল আসেনি। ম্যাচের ৭৬ মিনিটের মাথায় লিড নেয় ইউনাইটেড। দলের একমাত্র গোলদাতা ১৭ বছর বয়সী ম্যাসন গ্রিনউড। ইংলিশ এই তরুণ মিডফিল্ডার ম্যাচের ৬৩তম মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের বদলি হিসেবে মাঠে নামেন। তার গোলেই ম্যাচের ভাগ্য লেখা হয়।
৪-২-৩-১ ফরমেশনে সুলশার মাঠে খেলিয়েছেন ডেভিড ডি গিয়া, লুক শ, নেমানজা ম্যাটিক, পল পগবা, জেসে লিনগার্ড, মার্কাশ রাশফোর্ড, অ্যান্থনি মার্শিয়ালদের মতো তারকাদের। ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন গোলরক্ষক সার্জিও রোমেরো, ফিল জোন্স, অ্যাশলে ইয়ং, হুয়ান মাতা, ফ্রেড, অ্যাঞ্জেল গোমেজরা।
পুরো ম্যাচে গোলবার লক্ষ্য করে ইউনাইটেডের খেলোয়াড়রা আটটি শট নিয়েছে, মিলানের শট ছিল মাত্র একটি। গোলরক্ষক ডেভিড ডি গিয়া কিংবা সার্জিও রোমেরোকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি মিলানের খেলোয়াড়রা। বলের পজিশনেও এগিয়ে ছিল ইংলিশরা। ৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল ইউনাইটেড আর ৩৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
সারাবাংলা/এমআরপি
ইন্টার মিলান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপ ম্যানচেস্টার ইউনাইটেড