Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী কিংসে জেপি ডুমিনি


২১ জুলাই ২০১৯ ১৩:০৪

আসন্ন বিপিএলে রাজশাহী কিংসে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনিকে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের পর ডুমিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। প্রোটিয়া এই অলরাউন্ডারকে দলে নেওয়ার কথা নিশ্চিত করেছে কিংসরা।

চলতি বছরের ৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। নতুন মৌসুমের জন্য দলে ভেড়ানো রাজশাহীর প্রথম বিদেশি ক্রিকেটার ডুমিনি।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসলেও এর আগে বিশ্বব্যাপী বিভিন্ন ঘরোয়া লিগে খেলেছেন ডুমিনি। বিপিএলের আগে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড এই তিন দেশের সম্মিলিত আয়োজনে প্রথমবারের মতো হতে যাওয়া ‘ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম’এ দেখা যাবে তাকে। ইউরো টি-টোয়েন্টি স্ল্যামে বেলফাস্টের হয়ে নাম লিখিয়েছেন তিনি।

২০১৯ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ৩৫ বছর বয়সী ডুমিনি। তবে ক্রিকেটের জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬ স্ট্রাইক রেটে করেছেন ১৯৩৪ রান। আর বল হাতে নিয়েছেন ২১টি উইকেট। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৬ হাজারের ওপর রান করার পাশাপাশি নিয়েছেন ৭৪টি উইকেট।

১৪ বছর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা ডুমিনিকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের ফেরীওয়ালা বলা যায়। ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিয়ে দ্বিতীয় শিরোপাও এনে দিয়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ডুমিনি খেলে আসছেন সেই শুরু থেকে। আইপিএলে খেলেছেন ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানারাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে।

বিজ্ঞাপন

এদিকে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন এরই মধ্যে খুলনা টাইটান্সে যোগ দিয়েছেন। একই দলে যোগ দেওয়ার কথা প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের। গতবার তিনি একটি ম্যাচেও খেলতে পারেননি। এছাড়া, প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার যোগ দিতে পারেন ঢাকা ডাইনামাইটসে। বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানেরও একই দলের যোগ দেওয়ার কথা জানা গেছে।

সারাবাংলা/এমআরপি

জেপি ডুমিনি বিপিএল রাজশাহী কিংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর