Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব বিশ্বকাপের সেরা একাদশে আফিফ


৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪৯

সারাবাংলা ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে ভারতীয় যুবারা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সেরা একাদশের তালিকায় না থাকলেও ক্রিকেটের জনপ্রিয় মাধ্যম ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। তবে, দারুণ পারফর্ম করে আইসিসির ‘উদীয়মান তারকা’ হিসেবে নাম লিখিয়েছেন আফিফ।

ক্রিকইনফোতে আফিফদের তালিকায় জায়গা পেয়েছে পাঁচ দেশের ক্রিকেটার। একাদশের অধিনায়কের দায়িত্বে আছেন শিরোপা জয়ী ভারতের পৃথ্বী শ’।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশে ভারতীয় ৪ জন, বাংলাদেশের ১ জন, পাকিস্তানের ২ জন, আফগানিস্তানের ২ জন, দক্ষিণ আফ্রিকার ২ জন, দ্বাদশ খেলোয়াড় হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ১ জন আছেন।

এবারের আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে ষষ্ঠ স্থানে থাকে। লাল-সবুজদের হয়ে উজ্জ্বল ছিলেন আফিফ। নামিবিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১১ রান করার পাশাপাশি বল হাতে কোনো উইকেট পাননি। তবে, পরের ম্যাচে কানাডাকে উড়িয়ে দিতে ব্যাট হাতে আফিফ খেলেন ৫০ রানের ইনিংস আর বল হাতে তুলে নেন ৪৩ রানের বিনিময়ে ৫টি উইকেট।

পরের ম্যাচেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আফিফ। ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৬৩ রান, তবে বল হাতে উইকেট পাওয়া হয়নি। এরপর ভারতের বিপক্ষে ১৮ রান করলেও কোনো উইকেট পাওয়া হয়নি। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। সে ম্যাচে ইংলিশদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ। ব্যাট হাতে আফিফ করেন ৭১ রান আর বল হাতে তুলে নিয়েছিলেন ৩টি উইকেট।

বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনালে হারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফিফ ছিলেন নিজের মতোই। ব্যাট হাতে করেছিলেন ৬৩ রান। তবে, হেরে যাওয়া সেই ম্যাচে কোনো উইকেট নিতে পারেননি।

ইএসপিএন ক্রিকইনফো স্কোয়াড:

পৃথ্বী শ’ (ভারত), মানযুত কালরা (ভারত), শুবমান গিল (ভারত), দারুইশ রাসুলি (আফগানিস্তান), আলী যারিয়াব (পাকিস্তান), ওয়ান্ডিলে মাকউইতু (দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক), আফিফ হোসেন (বাংলাদেশ), কমলেশ নাগরকোতি (ভারত), জেরাল্ড কোয়েতজে (দক্ষিণ আফ্রিকা), কাইস আহমেদ (আফগানিস্তান), শাহিন আফ্রিদি (পাকিস্তান)। উইন্ডিজ দলের আলিক অ্যাথানজি আছেন দ্বাদশ সদস্য হিসেবে।

সারাবাংলা/এসএন/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর