Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন গল্পে নাম লিখতে যাচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া


২৩ জুলাই ২০১৯ ১৫:১৫

নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা জিতে একটা নতুন গল্প লিখেছে ইংল্যান্ড। এবার আরও একটা নতুন গল্পে নাম লিখতে যাচ্ছে ইংলিশরা। নিজেদের মাটিতে হতে যাওয়া অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে নাম এবং নম্বর নিয়ে খেলতে নামবে ইংল্যান্ড। অজিদের পোশাকেও থাকবে ক্রিকেটারদের নাম এবং নম্বর। টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে যা হয়নি, আগামী আগস্টে হতে যাচ্ছে সেটাই।

ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও ক্রিকেটারদের জার্সিতে থাকবে নাম ও নম্বর। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সবুজ সংকেতের মাধ্যমেই এই নতুন গল্প রচিত হতে যাচ্ছে। জার্সিতে নাম ও নম্বরের নিয়মটি ১ আগস্ট থেকে চালু হবে। এই নিয়মের অধীনে মাঠে নামা প্রথম দুটি দল হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। যারা টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচটি খেলেছিল।

বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্রিকেটারদের নাম এবং জার্সি নম্বর পরে মাঠে নামার অনুমতিতে সবুজ সংকেত জানিয়েছে আইসিসি। সংবাদমাধ্যমে আইসিসি জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং জানান, ‘১ আগস্ট থেকে পুরোদমে এই জার্সিতে দেখা যাবে টেস্ট ক্রিকেটারদের।’

তাতে টেস্টে বাংলাদেশের দলপতি সাকিবকে দেখা যাবে ৭৫ নম্বর জার্সিতে, মুশফিককে ১৫ নম্বর জার্সিতে। তবে, ভারতের জার্সিতে দেখা মিলবে না ১০ ও ৭ নম্বর টেস্ট জার্সি। শচীন টেন্ডুলকারের ১০ নম্বর এবং মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সির প্রতি সম্মান দেখিয়ে এই দুটি জার্সিকে অবসরে পাঠানো হতে পারে বলে ভারতীয় গণমাধ্যম জানায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর আগামী মাসেই ভারত খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টির আকর্ষণে মেতে থাকা ক্রিকেটপ্রেমীদের টেস্টে আগ্রহ বাড়াতেই ক্রিকেটারদের নাম এবং জার্সি নম্বর পরে মাঠে নামার উদ্যোগে সম্মতি দেওয়া হয়। ওয়ানডে ফরম্যাটে ১৯৯২ সালের আগে ছিল না ক্রিকেটারদের জার্সিতে কোনো নাম ও জার্সি নম্বর। টেস্টের মতো ওয়ানডে খেলা হতো সাদা জার্সিতে। ১৮৭৭ সাল থেকে আজ পর্যন্ত সব টেস্ট খেলা হয়েছে সাদা জার্সিতে। তবে, এর আগে ২০০১ সালে টেস্টের টুপিতে নম্বর জুড়ে দেওয়ার প্রথা চালু করে ইংল্যান্ড। এরপর বাকি দেশগুলো তা অনুসরণ করে। ১৯৯২ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো নাম লেখা রঙ্গিন জার্সি পরে মাঠে নামে দলগুলো। ১৯৯৯ বিশ্বকাপে জার্সিতে যোগ হয় নম্বর।

টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল খেলাটির আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। মাঠে খেলোয়াড়দের আরও সহজে চিনতেই এই প্রস্তাবনা। ক্রিকেটাররা ১ থেকে ৯৯ এর মাঝে জার্সি নম্বর নিতে পারবেন। ধারণা করা হচ্ছে, ওয়ানডে এবং টি-টোয়েন্টি জার্সিতে যে নম্বর আছে, সেটাই তারা টেস্টেও নেবেন।

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া অ্যাশেজ ইংল্যান্ড জার্সি নম্বর টেস্ট ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর