Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার জার্সিতে গ্রিজম্যানের অভিষেক


২৩ জুলাই ২০১৯ ১৬:৩২ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৬:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানান নাটকীয়তার পর শেষ পর্যন্ত বার্সেলোনায় পাড়ি জমান ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান। ১৪ জুলাই বার্সার স্প্যানিশ প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন গ্রিজম্যান।

২০১৮-২০১৯ মৌসুম শেষের পরই এক ভিডিও বার্তায় গ্রিজম্যান জানান, অ্যাতলেতিকো ছাড়ছেন তিনি। তবে এরপরেও গ্রিজম্যানের ট্রান্সফার হতে সময় লেগেছে প্রায় দুই মাস। কারণ হিসেবে বার্সা এবং অ্যাতলেতিকো দায়ী করে একে অপরকে। আর বার্সা অ্যাতলেতিকোকে না জানিয়েই গ্রিজম্যানের সাথে চুক্তি করে। এই অভিযোগ এনে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থও হয়েছে তারা। তবে এত কিছুর পরেও বার্সাতে গ্রিজম্যান।

বিজ্ঞাপন

অফিসিয়াল ম্যাচ না হলেও, প্রাক মৌসুম ম্যাচে চেলসির বিপক্ষে বার্সার জার্সিতে অভিষেক ঘটেছে গ্রিজম্যানের। জাপানের সাইতামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচ দিয়ে বার্সার ১৭ নম্বর জার্সিতে অভিষেক হয় গ্রিজির।

চেলসি প্রাক মৌসুমে এর আগে আরও তিনটি ম্যাচ খেললেও, বার্সা এই ম্যাচ দিয়েই শুরু করছে তাদের প্রস্তুতি। কোপা আমেরিকায় খেলার কারণে এখনো ছুটিতে আছেন লিওনেল মেসি, কুতিনহো এবং লুইস সুয়ারেজ।

আরও পড়ুন: ক্ষুদে ভক্তের সাথে ফুটবল খেললেন মেসি

সারাবাংলা/এসএস

অ্যান্তোনিও গ্রিজম্যান প্রাক মৌসুম প্রীতি ম্যাচ বার্সেলোনা বার্সেলোনা-চেলসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর