রিতু-শায়লার লড়াইয়ের পরও হারলো বাংলাদেশ
২৩ জুলাই ২০১৯ ২০:৩৫
আন-অফিসিয়াল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ এমার্জিং প্লেয়ার নারী দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এমার্জিং প্লেয়ার নারী দলের বিপক্ষে নিগার সুলতানার দলটি হেরেছে ৪৭ রানে। টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে সফরকারীদের।
প্রিটোরিয়ায় মঙ্গলবার (২৩ জুলাই) টস জিতে ব্যাটিং নেয় স্বাগতিকরা। ৪৮ ওভারে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা তোলে ১৯৮ রান। জবাবে, শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ নারী দল ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১৫১ রান।
স্বাগতিক ওপেনার সিয়ার্লি ৩ আর ব্রিটস ৫ রানে বিদায় নেন। দুই প্রোটিয়া ওপেনারকে ফিরিয়ে দেন রিতু মনি। তিন নম্বরে নামা ত্রিশা চেট্টি করেন ৩৪ রান। তাকেও ফিরিয়ে দেন রিতু মনি। ননদুমিশো শানগাশে ১৭ আর লরা গোডাল করেন ৩৮ রান। রানআউট হয়ে ফেরেন জাফতা (২)। দলপতি ডি ক্লার্ক ৪৮ বলে আটটি চার আর একটি ছক্কায় করেন ৫৪ রান। শেষ দিকে আন্নি বসচ ১২, সেকুখুনে ১৮ রান করেন।
বাংলাদেশের হয়ে সুরাইয়া আজমিন ৭ ওভারে ৩২ রান দিয়ে কোনো উইকেট পাননি। ১০ ওভারে ৩৩ রান খরচায় চারটি উইকেট তুলে নেন রিতু মনি। ১০ ওভারে ৪৩ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন নাহিদা আখতার। খাদিজাতুল কুবরা এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট তুলে নেন। শায়লা শারমিন কোনো উইকেট পাননি।
১৯৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের টপঅর্ডারের চার ব্যাটারই ব্যর্থ হন। ওপেনার মুর্শিদা খাতুন (৪), শারমিন আখতার (০), তিন নম্বরে নামা দলপতি নিগার সুলতানা (১) আর চার নম্বরে নামা সানজিদা ইসলাম (০) দ্রুতই ফেরেন। দলীয় ৮ রানেই বাংলাদেশ হারায় চার উইকেট।
এরপর জুটি গড়েন শায়লা শারমিন এবং রিতু মনি। দলীয় ৭২ রানের মাথায় বিদায় নেন রিতু মনি। বিদায়ের আগে ৬৮ বলে তিনি করেন ৩৩ রান। সুরাইয়া আজমিন ২ রান করে বিদায় নেন। শবনম মোস্তারি ০ রানে সাজঘরে ফেরেন। দারুণ জুটি গড়ে দলকে টেনে নিচ্ছিলেন শায়লা শারমিন এবং ফাহিমা খাতুন। তারা দুজন স্কোরবোর্ডে আরও ৫২ রান যোগ করেন। ৪৬তম ওভারে বিদায় নেওয়ার আগে শায়লার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬১ রান। তার ১১৯ বলে সাজানো ইনিংসে ছিল সাতটি চারের মার।
নাহিদা আখতার ০ রানে বোল্ড হন। শেষ ব্যাটসম্যান খাদিজাতুল কুবরা ২ রান করে আউট হন। ফাহিমা খাতুন ৩৮ বলে চারটি চারের সাহায্যে করেন অপরাজিত ৩২ রান। দক্ষিণ আফ্রিকার শেখুখুনে তিনটি, এমলাবা দুটি, ডি ক্লার্ক দুটি, খাকা একটি আর শানগাশে একটি করে উইকেট তুলে নেন।
দ্বিতীয় আন-অফিসিয়াল ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই। আর তৃতীয় ম্যাচটি হবে ২৮ জুলাই। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। ২০ ওভারের তিনটি ম্যাচ হবে ৩১ জুলাই, ১ আগস্ট এবং ৪ আগস্ট।
সারাবাংলা/এমআরপি
এমার্জিং প্লেয়ার নারী দল দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ নারী দল