Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন নেতৃত্বে সতেজ শুরুর অপেক্ষা


২৫ জুলাই ২০১৯ ১৯:৪৫

২০১৪ সালে দ্বিতীয় দফায় অধিনায়কত্ব ফিরে পাওয়ার পরে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা নেই, এমন বাংলাদেশ দল সব শেষ কবে দেখা গেছে বোধ করি কেউই মনে করতে পারবেন না। অবশ্য মনে করতে না পারলেও অসুবিধা নেই। কেননা রাত পোহালেই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী কাল ঠিক সেই লাল সবুজের কন্টিনজেন্টকেই দেখা যাবে। যেখানে স্বাগতিকদের বিপক্ষে ব্যাটন হাতে থাকবেন তামিম ইকবালকে। ওহ ভাল কথা, ছুটিতে থাকায় সহ অধিনায়ক সাকিব আল হাসানও কিন্তু নেই।

বিজ্ঞাপন

নেতৃত্বে একেবারেই নতুন। ওয়ানডেতে যার একটি ম্যাচেও অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই। সেই তামিম ইকবালকেই আগামী কাল টস থেকে শুরু করে মাঠের সকল সিদ্ধান্ত নিতে দেখা যাবে।

যদিও বাংলাদেশ ক্রিকেটের অধিনায়কের ইতিহাসে তামিম ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন। সেটা অবশ্য সাদা পোষাকে। ২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ড সফরে মুশফিকুর রহিমের চোটের কারণে একটি টেস্টে অধিনায়কত্ব করতে হয়েছিল তামিমকে। ওয়ানডেতে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাওয়া তামিমের ব্যাটন হাতে ওটাই একমাত্র অভিজ্ঞতা।

তামিম ইকবালের কাঁধে এমন একটি সময়ে গু্রু দায়িত্বটি অর্পিত হয়েছে যখন দলের ওপর বয়ে যাচ্ছে নিদারুণ ঝঞ্ঝা। ঠিক যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ যেন! বিশ্বকাপে যে দলটি প্রত্যাশার ধারের কাছেও যেতে পারেনি। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থেকে দেশে ফেরায় যাদের নিয়ে চলছে বিস্তর সমালোচনা এবং যাদের পারফরম্যান্সের কাটা ছেড়া করতে গিয়ে ইতোমধ্যেই চাকুরিচ্যুত হয়েছে গোটা কোচিং স্টাফ। হেড কোচ স্টিভ রোডস ইতোমধ্যেই পাত্তারি গুটিয়েছেন। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনিল যোশি এবং ফিজিও তিহান চন্দ্রমোহনও গুটানোর অপেক্ষায়।

সেই দলকে লঙ্কানদের মাটিতে তাদের বিপক্ষে এনে দিতে হবে জয়। পান থেকে চুন খসলেই বিপদ। সোজা পরীক্ষায় ফেল। কেননা মাশরাফি বিদায় বললেই তার কাঁধে ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেওয়া হবে এমন ভাবনা থেকেই এই সিরিজে তাকে অধিনায়ক করে লঙ্কাভিজানে পাঠানো হয়েছে। ফলে বলার অপেক্ষাই রাখছে না তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রতিটিতেই তার ওপর প্রত্যাশার চাপ থাকবে। সেই চাপ সামলে তামিম ইকবাল শুরুটা কত সতেজ করতে পারবেন সেটাই আসলে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

একে তো নেতৃত্বের অনভিজ্ঞতা। আরো আছে দলটির বিপক্ষে অতীত হারের সমৃদ্ধ পরিসংখ্যান। লঙ্কানদের বিপক্ষে খেলা ৪৫টি ম্যাচের মাত্র ৭টিতে জিতেছে বাংলাদেশ। বাকি ৩৬টি ম্যাচেই তাদের জয়। ২টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।

তবে একটি জায়গায় নির্ভার থাকতে পারেন তামিমরা। গত বছর দুবাইয়ে দলটির বিপক্ষে এশিয়া কাপে ১৩৭ রানের বড় জয়ে মুখে হাজার ওয়াটের আলো নিয়ে মাঠ ছেড়েছিল টিম বাংলাদেশ।

ওহ ওই ম্যাচের অধিনায়ক তো মাশরাফি ছিলেন! লঙ্কায় শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের সবক’টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন এবং র‍্যাবিটহোলের ওয়েবসাইটে।

আরও পড়ুন: রিয়াদ-মুশির সামনে চার ও ছয় হাজারের হাতছানি

ওয়ানডে অধিনায়ক ওয়ানডে সিরিজ তামিম ইকবাল বাংলাদেশ-শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর