Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিদেশীয় সিরিজে নতুন দল খুঁজছে বিসিবি


২৫ জুলাই ২০১৯ ২০:১৬

আন্তর্জাতিক ক্রিকেট থেকে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করায় বিপাকেই পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। কেননা সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে আফ্রিকার এই নামটি উচ্চারিত হয়েছিল। কিন্তু বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক দলটি নিষিদ্ধ হওয়ায় আসন্ন তিন জাতির এই টুর্নামেন্টের জন্য নতুন দল খুঁজতে হচ্ছে বিসিবিকে। তবে খোঁজাখুঁজির পরে যদি কোন দল পাওয়া না যায় তাহলে আফগানিস্তানকে নিয়ে মাঠে গড়াবে দ্বিপাক্ষিক সিরিজ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তার দেওয়া তথ্যমতে, ‘আমি পুরোপুরি পরিষ্কার না। তবে যতটুকু জানি যে আমরা জিম্বাবুয়ে ছাড়াই সিরিজটা খেলব। আইসিসির মিটিংয়ের আগেই আমরা ক্যালেন্ডার করেছি। এখন হয়ত দু এক দিনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নেব। খুব সম্ভবত জিম্বাবুয়েকে ছাড়াই করছি।‘

তৃতীয় কোন দল কি আপনারা খুঁজছেন? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে আকরাম জানালেন, ‘যারা খালি থাকবে তাদেরকে আমরা চেস্টা করব। তবে পাওয়ার সম্ভাবনা খুবই কম।‘

উল্লেখ্য, জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের কাজে সরকারি হস্তক্ষেপের অভিযোগে চলতি সপ্তাহে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নিতে পারবে না জিম্বাবুয়ের পুরুষ ও নারী দল।

আরও পড়ুন: নতুন নেতৃত্বে সতেজ শুরুর অপেক্ষা

আকরাম খান জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশে বিসিবি

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর