Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমাদাসায় আজ ঘুচবে জয়খরা?


২৬ জুলাই ২০১৯ ১৩:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফি, সাকিব, লিটনরা নেই শ্রীলঙ্কা সিরিজে। চোটের কারণে নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তামিমের নেতৃত্বে আর কিছু পরেই মাঠে নামবে মুশফিক-মোস্তাফিজরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শুক্রবার (২৬ জুলাই) প্রেমাদাসায় সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

প্রেমাদাসায় কোনো জয় নেই বাংলাদেশের। ওয়ানডে সংস্করণে এই মাঠে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে ১৯৯৭ সালের ১৬ জুলাই। এশিয়া কাপের সেই আসরে এই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে ১০৯ রানে হেরেছিল বাংলাদেশ। ১২ বছরের বেশি সময় এখানে ওয়ানডেতে জয় পায়নি বাংলাদেশ।

বিজ্ঞাপন

এই মাঠে বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে ২০০৭ সালের ২৫ জুলাই। সেবার শ্রীলঙ্কা সফরে তৃতীয় ওয়ানডেতে এখানে খেলেছিল টাইগারারা, হেরেছিল ৩৯ রানের ব্যবধানে। এই ভেন্যুতে ৭ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। প্রেমাদাসায় আজ কি ঘুচবে লাল-সবুজদের জয়খরা?

বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুলাই) দুপুর তিনটায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচটি। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এবং ৩১ জুলাই। দিবারাত্রির তিনটি একদিনের ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের সবক’টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন এবং র‍্যাবিটহোলের ওয়েবসাইটে।

গাজী টিভি টাইগার বাংলাদেশ-শ্রীলঙ্কা র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর