তামিমের আউট মানেই বোল্ড!
২৭ জুলাই ২০১৯ ০৬:৩৯
ব্যাট হাতে বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। তা নিয়ে ক্রিকেট রাজ্যে সমালোচনার ঝড়ের মুখে টাইগার ওপেনার। তার ওপর লঙ্কান সিরিজে অধিনায়কত্বের বোঝা। দল তো হেরেছেই, সাথে তামিমও আউট হয়েছেন শূণ্য রানে। তবে কেবল শূণ্য রানেই আউট হননি হয়েছেন বোল্ড আউট।
লঙ্কানদের বিপক্ষে লাসিথ মালিঙ্গার বলে বোল্ড আউট হয়ে ফেরেন তামিম। এই নিয়ে টানা পাঁচ ইনিংসে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম। বিশ্বকাপের আট ইনিংসের মধ্যে টানা চার ম্যাচে বোল্ড হয়েছিলেন তামিম। আর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড, উইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচেও বোল্ড হয়েই ফিরেছিলেন তামিম।
২০১৯ সালে লঙ্কানদের বিপক্ষের সিরিজের প্রথম ম্যাচে সহ তামিম ইকবাল খেলেছেন ১৬টি ওডিআই ম্যাচ। আর এর মধ্যে সাতবারই আউট হয়েছেন বোল্ড। টানা পাঁচ ম্যাচে বোল্ড হওয়া ম্যাচের ইনিংস গুলোতে তামিমের রান যথাক্রমে ৬২, ৩৬, ৩৩, ৮ এবং ০।
চলতি বছরে ১৬টি ম্যাচ খেললেও কোনো শতকের দেখা মেলেনি তামিমের। আর অর্ধশতক আছে মাত্র ৩টি। কোনো ম্যাচেই অপরাজিত থেকে ম্যাচ শেষ করতে পারেননি তিনি। ২০১৯ সালে তামিমের মোট রান ৪২১, ২৬.৩১ ব্যাটিং গড়ে এই রান সংগ্রহ করার সময় তামিমের স্ট্রাইক রেট ছিল ৭৩.৯৯।
ব্যাটসম্যানদের ওডিআই র্যাংকিংয়ে ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে অবস্থান করছেন তামিম। টাইগার ক্রিকেটারদের মধ্যে তার আগে আছেন কেবল সাকিব আল হাসান (২২তম) এবং মুশফিকুর রহিম (১৯তম)।
আরও পড়ুন: নবম হয়েই ক্যারিয়ারের ইতি মালিঙ্গার
অধিনায়ক ওয়ানডে সিরিজ তামিম ইকবাল বাংলাদেশ-শ্রীলঙ্কা বোল্ড আউট