Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামির ভিসা আটকে দিয়েছিল মার্কিন দূতাবাস


২৭ জুলাই ২০১৯ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। এরই মধ্যে দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। স্কোয়াডে আছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা পেসার মোহাম্মদ শামি। কিন্তু সিরিজ খেলতে যাওয়ার আগে সমস্যায় পড়তে হয়েছিল ডানহাতি এই পেসারকে।

শামি ও তার পরিবারের বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহান ২০১৮ সালে নির্যাতন, শ্লীলতাহানি, খুনের চেষ্টার একাধিক অভিযোগ এনে মামলা করেন। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে এখনও আদালতে মামলা চলছে। তার বিরুদ্ধে পুলিশের খাতায় স্ত্রী নির্যাতনের অভিযোগ থাকার কারণেই মার্কিন দূতাবাস ভারতীয় স্পিডস্টারের ভিসার আবেদন বাতিল করে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে বোর্ডের বরাত দিয়ে জানানো হয়, পুলিশি ভেরিফিকেশন রেকর্ড অসম্পূর্ণ থাকায় শামির ভিসা প্রাথমিকভাবে নাকচ করা হয়েছিল মার্কিন দূতাবাসের তরফ থেকে। যদিও পরে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেওয়া হয় এবং সমস্যার সমাধান হয়ে যায়।

তাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এগিয়ে আসতে হয়। নতুন করে ভিসার জন্য আবেদন করেন শামি। বোর্ডের সিইও রাহুল জোহরির হস্তক্ষেপে অবশেষে সমস্যা মিটেছে। তিনি মার্কিন দূতাবাসে চিঠি পাঠান। যাতে লেখা ছিল, শামির দেশের প্রতি অবদানের কথা। ভারতীয় দলের হয়ে শামির বিশ্বকাপে অংশগ্রহণের কথা। এছাড়া ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয় মার্কিন দূতাবাসে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পেয়ে মার্কিন দূতাবাস পরে অবশ্য শামিকে ভিসা দেওয়ার আপত্তি তুলে নেয়।

ভারত ভিসা মার্কিন দূতাবাস শামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর