ডেভিড বুন-জন্টি রোডসদের ছাড়িয়ে মুশফিক
২৭ জুলাই ২০১৯ ১৩:০৯
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুশফিকুর রহিম খেলেছেন ৬৭ রানের ইনিংস। আর ৮ রান করলে মুশফিক ওয়ানডেতে ৬ হাজারি ক্লাবের সদস্য হবেন। তার আগে মুশি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন আর দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জন্টি রোডসকে।
২১৪তম ম্যাচের ২০০তম ইনিংসে ব্যাট করা মুশফিক সিরিজের প্রথম ম্যাচে ৮৬ বলে পাঁচটি বাউন্ডারিতে করেন ৬৭ রান। এই ম্যাচে নামার আগে মুশির নামের পাশে ছিল ৫৯২৫ রান। এখন মিস্টার ডিপেন্ডেবলের নামের পাশে জমেছে ৫৯৯২ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিক এখন ৬১ নম্বরে। অস্ট্রেলিয়ান গ্রেট ডেভিড বুন ১৮১ ম্যাচের ১৭৭ ইনিংসে করেছেন ৫৯৬৪ রান আর প্রোটিয়া তারকা জন্টি রোডস ২৪৫ ম্যাচের ২২০ ইনিংসে করেছেন ৫৯৩৫ রান।
মুশফিক ৩৫.৮৮ গড়ে সাতটি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩৬টি ফিফটি। ডেভিড বুন ৩৭.০৪ গড়ে ৫টি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩৭টি ফিফটি। আর জন্টি রোডস ৩৫.১১ গড়ে দুটি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩৩টি ফিফটি।
সিরিজের আগে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুশফিক করেছিলেন ৫০ রান। তার আগে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮, নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯, ইংল্যান্ডের বিপক্ষে ৪৪, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১, অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০২, আফগানিস্তানের বিপক্ষে ৮৩, ভারতের বিপক্ষে ২৪ আর পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১৬ রান।