ল্যানিংয়ের ব্যাটে টি-টোয়েন্টির সর্বোচ্চ ইনিংস
২৭ জুলাই ২০১৯ ১৫:৫৪
মেয়েদের টি-টোয়েন্টিতে মেগ ল্যানিং দারুণ এক রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন অস্ট্রেলিয়ান এই দলপতি। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে সফরকারী অজি দলপতি করেন ইনিংস সর্বোচ্চ ১৩৩* রান। যা মেয়েদের ক্রিকেটের ২০ ওভারের ফরম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে মেগ ল্যানিংয়ের দল তিন উইকেট হারিয়ে তোলে ২২৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ইংলিশরা তোলে ১৩৩ রান। ৯৩ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হেলি ব্যক্তিগত ৪ রানে বিদায় নিলে ব্যাট হাতে নামেন ল্যানিং। আরেক ওপেনার বেথ মোনি ৩৩ বলে আটটি চার আর একটি ছক্কায় করেন ৫৪ রান। মাত্র ৬৩ বলে ১৭টি চার আর সাতটি ছক্কায় ল্যানিং করেন অপরাজিত ১৩৩ রান। ২২৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ইংলিশদের হয়ে লরেন উইনফিল্ড ৩৩, নাতালি স্কিভার ২৮, কাথেরিন বার্নট ২৯* রান করেন। ১৩৩ রানে থামে ইংলিশদের ইনিংস।
এর আগে ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মেগ ল্যানিং ১২৬ রান করেছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে। চলতি বছর সেটি ভেঙে দেন নেদারল্যান্ডসের স্টিয়ার ক্যালিস। জার্মানির বিপক্ষে তিনি করেছিলেন অপরাজিত ১২৬। এবার নিজের এবং ক্যালিসের রেকর্ড ভেঙে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর করলেন ল্যানিং। খেলেছেন ১৩৩ রানের অপরাজিত এক ইনিংস।
মেয়েদের টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ ১২৪* রান করেছিলেন সুজি বেটস। নিউজিল্যান্ডের এই ব্যাটার ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন। একই বছর ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ড্যানিয়েল ওয়াট করেন ১২৪ রান। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বেথ মোনি করেছিলেন অপরাজিত ১১৭ রান। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিটজ নেদারল্যান্ডসের বিপক্ষে করেছিলেন অপরাজিত ১১৬ রান।