Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারের পর জরিমানা গুণলো বাংলাদেশ


২৭ জুলাই ২০১৯ ১৯:১১ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ব্যাকফুটে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মুশফিক-মোস্তাফিজরা হেরেছে ৯১ রানে। হারের পর এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে পুরো দলকে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড তামিম এবং তার দলের ক্রিকেটারদের জরিমানা করেছেন। শনিবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানায় আইসিসি।

প্রথম ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময় থেকে দুই ওভার বেশি বল করেছে। আইসিসির ২.২২ আর্টিকেলে সেটির জন্য জরিমানার ব্যবস্থা রাখা আছে। প্রতি ওভারের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা গুণতে হবে। তাতে মুশফিক, রিয়াদ, সাব্বিরদের ম্যাচ ফির ২০ শতাংশ করে কাটা পড়বে। আর অধিনায়ক তামিমকে গুণতে হবে দ্বিগুণ জরিমানা। ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা হয়েছে বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দেওয়া তামিমের।

বিজ্ঞাপন

অনফিল্ড আম্পায়ার নিতিন মেনন এবং রবীন্দ্র উইলামাসারি, থার্ড আম্পায়ার মারাইস এরাসমাস এই অভিযোগ পেশ করেন। টাইগার দলপতি তামিম দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

জরিমানা তামিম বাংলাদেশ-শ্রীলঙ্কা মুশফিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর