Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিসিবির বর্ষ ব্যাপী আয়োজন


২৭ জুলাই ২০১৯ ২২:৫০

শুধু মাত্র এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচই নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পুরো ২০২০ সাল ব্যাপীই নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

শনিবার (২৭ জুলাই) বিসিবির কার্যনির্বাহী সভা শেষে সংবাদ মাধ্যমকে এতথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এতথ্য সংক্রান্ত বিষয়ে বিসিবি বস বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও আমরা যা করছি, ‘সারা দেশ ব্যাপী ১২ বছরের নিচে যারা (ছেলে-মেয়ে) তাদের নিয়ে একটা ক্রিকেট কার্নিভালের ব্যবস্থা করেছি। সারা বছর ধরেই চলবে হয়ত। সময়টা এখনো ঠিক করিনি। কিন্তু এর অনুদানটা নিয়ে নিয়েছি। এছাড়া যুব টি-টোয়েন্টি একটা ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে সারা বাংলাদেশের যুব সমাজকে নিয়ে একটা টুর্নামেন্ট করব। এটাও চূড়ান্ত হয়েছে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ১৮ থেকে ২১ মার্চের মধ্যে ম্যাচ দুটি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ দুটিকে আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদার দিতে সম্মত হয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি।

আরও পড়ুন: ডিসেম্বরে বিপিএলের সপ্তম আসর

এশিয়া একাদশ টপ নিউজ নাজমুল হাসান পাপন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী বছর জূড়ে আয়োজন বিশ্ব একাদশ বিসিবি বিসিবি সভাপতি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর