Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদো না খেলায় ক্ষতি পূরণ দাবী সমর্থকদের


২৯ জুলাই ২০১৯ ১৪:৪০

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে কোরিয়ায় অবস্থান করছিল জুভেন্টাস। আর ২৬ জুলাই কোয়ারিয়ান লিগ অল স্টার্স দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলে তুরিনের বুড়িরা। ম্যাচটি শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে যায়। তবে এই ম্যাচ নিয়ে সমালোচনার মুখে পড়েছে আয়োজক এজেন্সি ‘দ্য ফাস্ট’।

প্রীতি ম্যাচ আয়োজনের জন্য ‘দ্য ফাস্ট’ জুভেন্টাসের সাথে চুক্তি করেছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে কমপক্ষে ম্যাচের ৪৫ মিনিট খেলতে হবে। তবে একটি অর্ধ তো দূরের বিষয়। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠেই নামাননি কোচ মাউরিসিও সারি। আর রোনালদো খেলবেন এই আশায় সমর্থকরা অতিরিক্ত মূল্য দিয়ে কিনেছিলেন টিকিট।

বিজ্ঞাপন

‘দ্য ল ফার্ম’ নামে একটি আইনি সংস্থা সমর্থকদের পক্ষ হয়ে ‘দ্য ফাস্ট’ এজেন্সির বিপক্ষে অর্থ ফেরত চেয়ে মামলা করবে। সমর্থকদের ঠকানো হয়েছে বলে উল্লেখ করেছে আইনি সাহায্য প্রদানকারী সংস্থাটি।

ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন এই কারণে উচ্চ মূল্যে টিকিট সংগ্রহ করেন সমর্থকেরা। এক একটি টিকিট প্রার ৪ লাখ ওন। কিন্তু ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে দেখা যায়নি পর্তুগিজ এই সুপারস্টারকে। আর তাই তো এবার ক্ষতি পূরণ দাবী করছে কোরিয়ান ফুটবল সমর্থকরা।

আরও পড়ুন: বেল চীনে যাবেন কী যাবেন না?

কোরিয়ান অল স্টার্স ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস প্রাক মৌসুম প্রীতি ম্যাচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর