Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিজায় মেসির ওপর হামলা


২৯ জুলাই ২০১৯ ১৬:৪৮

কোপা আমেরিকার পর ছুটি কাটিয়ে বার্সেলোনায় কদিন আগেই ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, উরুগুয়ের লুইস সুয়ারেজরা। বার্সা থেকে স্পেনের ইবিজায় একটি কনসার্টে গিয়েছিলেন তারা। মেসি-সুয়ারেজদের পরিবারের সঙ্গী হন জরদি আলবা, সেস ফ্যাব্রিগাসের পরিবার।

কনসার্ট শেষে ইবিজা ত্যাগ করার আগে মেসিকে আক্রমণ করতে উদ্যত হয় অজ্ঞাত এক ব্যক্তি। তবে আর্জেন্টাইন তারকার নিরাপত্তারক্ষীদের তৎপরতায় আক্রমণ থেকে রক্ষা পান মেসি, তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো, তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরো।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, ইবিজায় কনসার্ট শেষে সেখানের এক নাইট ক্লাবে গিয়েছিলেন মেসির পরিবার। সেখানেই এক দুষ্কৃতিকারী আক্রমণ করে বসে মেসির উপর। পার্টিতে হওয়া ধাক্কাধাক্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কয়েকজন নিরাপত্তাকর্মী মেসির চারপাশ ঘিরে রেখে তাকে নিয়ে বের হচ্ছেন।

তবে, আসল ঘটনা এখনও জানা যায়নি। আক্রমণকারী কে বা কারা সেটিও জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ইবিজায় দিনের বেলা সুয়ারেজ, আলবা আর ফ্যাব্রিগাসের পরিবারের সঙ্গে অন্যান্যদের মতোই আনন্দে মেতেছিলেন মেসির পরিবার। সন্ধ্যার পর তারা একটি নাইট ক্লাবের পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানেই এই আক্রমণের ঘটনা ঘটে। যদিও মেসি, সুয়ারেজ, আলবা, ফ্যাব্রিগাসদের পরিবারের কোনো ক্ষতি হয়নি। তারা নিরাপদে সেখান থেকে বের হতে পেরেছিলেন।

ইবিজা মেসি সুয়ারেজ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর