নিষেধাজ্ঞায় নেই জামাল, কলিনদ্রেসের জোড়া গোলে কিংসের জয়
২৯ জুলাই ২০১৯ ১৮:১৬
ঢাকা: রেফারি নিয়ে আপত্তিকর মন্তব্যে নিষেধাজ্ঞায় থাকা জামাল ভূঁইয়া ম্যাচের বাইরে। তাই অধিনায়ককে ছাড়াই মাঠে নেমে টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নব্য চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে হেরেছে সাইফ স্পোর্টিং ক্লাব। হোম ও অ্যাওয়ে মিলিয়ে দুই ম্যাচেই হারলো সাইফ শিবির। জোড়া গোল করেছেন বিশ্বকাপ খেলুড়ে কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিনদ্রেস।
আজ সোমবার (২৯ জুলাই) ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে ঘরের মাঠেই কিংসের কাছে ২-০ ব্যবধানে হেরেছে সাইফ।
এর আগে বিপিএলের প্রথম লেগে গেল এপ্রিলে নীলফামারীতে কিংসের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল সাইফ।
আজ অবশ্য জামাল ভূঁইয়াকে ছাড়াও লড়াইয়ের ভাব দেখা গেছে সাইফ শিবিরে। যদিও পয়েন্ট টেবিলে নিরাপদ দূরত্বেই অবস্থান করছে জোনাথন ম্যাকেন্সট্রির শিষ্যরা। আক্রমণে ঝাঁঝ দেখা গেছে দুই শিবিরেই।
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলের মুখ দেখে অস্কার ব্রুজনের শিষ্যরা। মাসুক মিয়া জনি ডি বক্সের বাইরে বলটা এগিয়ে দেন কলিনদ্রেসের পায়ে। ডি বক্সের বাইরে থেকে নেয়া কোস্টারিকানের শট বেঁকে জাল খুঁজে নিলে লিড নেয় কিংস। ম্যাচের অতিরিক্ত সময়ে সবুজের পাস থেকে হেডে বল দ্বিতীয়বারের মতো জালে জড়ান কলিনদ্রেস। তার জোড়াল গোলেই ম্যাচের ফল নিয়ে মাঠ ছাড়ে কিংস।
এ জয়ে ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষতো থাকলোই বরং ঢাকা আবাহনীর সঙ্গে ব্যবধানও বাড়ালো কিংস। ব্যবধান বাড়লো সাত। আর ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চারেই সাইফ।
বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সাইফ স্পোর্টিং ক্লাব