Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ম্যাচে আফগানদের হারালো ইমরুল-রাহিরা


২৯ জুলাই ২০১৯ ১৮:৩০

আন-অফিসিয়াল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতেছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। সফরকারী আফগানিস্তান ‘এ’ দলকে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকরা হারিয়েছে ৬২ রানে। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ ‘এ’ দল তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায়। চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। শেষ ম্যাচে আবারো জিতলো ইমরুল কায়েসের দলটি। তাতে ২-২ সমতায় সিরিজটি শেষ হলো।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুলাই) সাভারের বিকেএসপিতে পঞ্চম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল তোলে ২৬২ রান। ব্যাটিংয়ে নেমে আফগানরা ৪৫.১ ওভারে ২০০ রান তুলে অলআউট হয়। বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির দেখা পান ওপেনার মোহাম্মদ নাঈম।

স্বাগতিক এই ওপেনার ১৪৩ বলে করেন ১২৬ রান। রানআউট হওয়ার আগে নাঈমের ব্যাট থেকে আসে ১১টি চার আর একটি ছক্কা। আরেক ওপেনার এবং দলপতি ইমরুল কায়েস রানআউট হওয়ার আগে ২৭ বলে চারটি বাউন্ডারিতে করেন ২৭ রান। তিন নম্বরে নামা ফজলে মাহমুদ ৪, আমিনুল ইসলাম ২২, আফিফ হোসেন ৫০ বলে চারটি চার আর দুটি ছক্কায় করেন ৫৩ রান। জাকের আলি, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান, ইয়াসিন আরাফাত, আবু জায়েদ রাহি আর শফিকুল ইসলামরা দুই অঙ্কের দেখা পাননি।

আফগান বোলার করিম জানাত ১০ ওভারে ৭৩ রান খরচায় পান তিনটি উইকেট। ৮ ওভারে ৫৬ রান দিয়ে দুটি উইকেট পান ফজল নিয়াজাই। আর কেউ উইকেটের দেখা পাননি।

২৬৩ রানের টার্গেটে ব্যাটিয়ে নেমে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন। এছাড়া, দলপতি নাসির জামাল ৪৭, শহিদুল্লাহ ১৪, নবম ব্যাটসম্যান শরাফুদ্দিন আশরাফ ৩৫, দশম ব্যাটসম্যান মিরওয়াইস আশরাফ ২৩ রান করেন।

বাংলাদেশ ‘এ’ দলের ইয়াসিন আরাফাত ৯ ওভারে ৪০ রান দিয়ে পান তিনটি উইকেট। আবু জায়েদ রাহি ৭ ভারে ৫৩ রান দিয়ে নেন একটি উইকেট। ১০ ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট পান মেহেদি হাসান। আমিনুল ইসলাম ১০ ওভারে ৪৫ রান খরচায় পান দুটি উইকেট। আর ৯.১ ওভারে ৩২ রানের বিনিময়ে দুটি উইকেট পান শফিকুল ইসলাম। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম এবং সিরিজ সেরা হন আফগানিস্তানের বাঁহাতি ওপেনার ইব্রাহিম জাদরান।

বিজ্ঞাপন

আফগানিস্তান 'এ' দল ইমরুল কায়েস ওয়ানডে সিরিজ বাংলাদেশ ‘এ’ দল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর