Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেঙ্গালুরুতে দ্বিতীয় দিন শেষে এগিয়ে বিসিবি একাদশ


২৯ জুলাই ২০১৯ ২০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডক্টর কে তিম্মাপিয়াহ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে বা মিনি রঞ্জি ট্রফিতে সেমি ফাইনালে মুমিনুল হকের নেতৃত্বাধীন বিসিবি একাদশ খেলছে সেমি ফাইনালে। বেঙ্গালুরুতে চার দিনের ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘ। বিসিবি একাদশ সব উইকেট হারিয়ে তোলে ৩৩৪ রান। দ্বিতীয় দিন শেষে ছত্তিশগড় ৪ উইকেট হারিয়ে তুলেছে ২১০ রান।

তিন ফিফটিতে বেঙ্গালুরুতে চার দিনের টুর্নামেন্টের সেমি ফাইনালে ভালো কিছুর আশা জাগিয়েছে ‘বি’ গ্রুপ সেরা হয়ে শেষ চারে ওঠা বিসিবি একাদশ বিসিবি একাদশ। দ্বিতীয় দিন শেষে বিসিবি একাদশ ১২৪ রানে এগিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে।

বিজ্ঞাপন

আলুরের ১ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের দলপতি মুমিনুল। ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও জহুরুল ইসলাম দলকে ভালো শুরু দিয়েছেন। ফিফটির দেখা পেয়েছেন জহুরুল ইসলাম অমি, সাইফ হাসান এবং ইয়াসির আলি। এক রানের জন্য ফিফটির দেখা পাননি মুমিনুল। ১১১.৫ ওভারে সব উইকেট হারিয়ে বিসিবি একাদশ তোলে ৩৩৪ রান।

ওপেনিংয়ে সাইফ ও জহুরুল তোলেন ১৫৪ রান। ৭ চারে ৬০ রান করে ফেরেন জহুরুল। চোট পেয়ে ড্রেসিং রুমে ফেরার আগে সাইফ ৬ চার ও ৫ ছক্কায় করেন ৯২ রান, নিজের ইনিংস আর বাড়াতে পারেননি। ইয়াসির ১৩৪ বলে ৭ বাউন্ডারিতে করেন ৬২ রান। ৬ চারে ৪৯ রান করেন অধিনায়ক মুমিনুল। ইয়াসিরকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন ৮৬ রান। সানজামুল ইসলাম কোনো রান পাননি। ৮৬ বলে চারটি চারের সাহায্যে ৩৯ রান করেন নাজমুল হোসেন শান্ত। নুরুল হাসান সোহান ১৫, আরিফুল হক ১২ রান করেন। কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম আর এবাদত হোসেন দুই অঙ্কের দেখা পাননি।

ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের বীরপ্রতাপ সিং ২৫ ওভারে ৯২ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। পুনিত ১৮ ওভারে ৩৪ রান খরচায় পান একটি উইকেট। বিন্নি স্যামুয়েল ১০.৫ ওভারে ৫১ রান দিয়ে পান তিনটি উইকেট। শশাঙ্ক ২১ ওভারে ৪৪ রান খরচায় তুলে নেন দুটি উইকেট।

নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নামা ছত্রিশগড়ের ওপেনার রিশব তিওয়ারি ১৯২ বলে ১০টি বাউন্ডারিতে ১০০ রান করেন। আরেক ওপেনার জিভানজত সিং ৫০ বলে সাতটি চারে ৪৭ রান করে ফেরেন। ওপেনিং জুটিতে তারা তুলে নেন ৯৪ রান। তিন নম্বরে নামা আভনিশ সিং ২, আমানদীপ খারে ০ রানে বিদায় নেন। শশাঙ্ক ৯১ বলে ৬টি চারের সাহায্যে ৫৪ রান করে অপরাজিত আছেন।

বিসিবি একাদশের হয়ে সাইফ হাসান ১২ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। এরমধ্যে পর পর দুই বলে দুটি উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন সাইফ। সেঞ্চুরিয়ান ওপেনারকে রানআউটও করেছেন তিনি। সানজামুল ইসলাম ১৯ ওভারে ৬৬ রান দিয়ে একটি উইকেট পান। শহিদুল ৫ ওভারে ১৯, এবাদত ১১ ওভারে ৫৫, রাব্বি ৬ ওভারে ২৪, মুমিনুল ৪ ওভারে ৬ আর আরিফুল ২ ওভারে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি।

বিসিবি একাদশ মিনি রঞ্জি ট্রফি মুমিনুল হক সেমি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর