শেখ জামালকে উড়িয়ে দিল আবাহনী, রহমতগঞ্জে হোঁচট খেল শেখ রাসেল
২৯ জুলাই ২০১৯ ২৩:২৬
ঢাকা: টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে শেখ জামালকে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী। ঢাকার মাটিতে জয় দিয়েই পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে মৌসুম শেষ করেছে আকাশী-হলুদরা। অন্যদিকে সিলেটে রহমতগঞ্জের কাছে হোঁচট খেয়েছে শেখ রাসেল। অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নিয়ে ফিরেছে পুরান ঢাকার দলটি।
আজ সোমবার সন্ধ্যার পর শুরু হওয়া দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালকে ৪-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। অন্যদিকে সিলেট জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে শেখ রাসেল।
জয় দিয়েই মিশন শেষ করেছে ঢাকা আবাহনী। সেটাও বড় জয় দিয়ে। অন্তত এএফসি কাপের জন্য সুখকর স্মৃতি নিয়েই প্রস্তুতি নিতে পারবে তারা। আজকের ম্যাচের ৬ মিনিটে মামুনের গোল দিয়ে শুরু। এরপর ৪৩ মিনিটে জীবন, ৫৭ মিনিটে সানডে সিজোবার গোলে ব্যবধান ৩-০, তিন মিনিট পর আত্মঘাতী গোলে শেখ জামালের ব্যবধান কমানো, সবশেষ ৭২ মিনিটে হালির কোটা পূর্ণ করেন সোহেল রানা।
আরেক ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে পয়েন্ট খুইয়েছে হ্যাভিয়েট শেখ রাসেল। ২-২ ব্যবধানে ড্র করেছে ঘরের মাঠেই। টানা তিন জয়ের পর ড্র করলো অল ব্লুসরা।
ম্যাচের ২৮ মিনিটে রাফায়েল ওদোইনের গোল থেকে লিড নেয় স্বাগতিকরা। ফয়সাল আহমেদের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। ৪৮ মিনিটে সফরকারিরা আরেকটি ধাক্কা দেয় ৪৮ মিনিটে গোল করে। সিও জুনাপিওর গোলে লিড নেয় ম্যাচের। তবে ৬৯ মিনিটে ফিরে রাফায়েলের আরেকটি গোলে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
পয়েন্ট টেবিলে অবশ্য দুই ম্যাচের জয় পরাজয়ে তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুই ঢাকা আবাহনী। ৪৯ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে শেখ রাসেল তিনে। ২৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ছয়েই আছে শেখ জামাল। ও ২১ পয়েন্ট নিয়ে দশে রহমতগঞ্জ।
ঢাকা আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) রহমতগঞ্জ এমএফসি শেখ জামাল শেখ রাসেল