Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশসেরা ফুটবলার এখন ভ্যান চালক থেকে স্বপ্নের পথে


৩০ জুলাই ২০১৯ ২১:১৩

দরিদ্রতার নিষ্ঠুরতা অনেকের স্বপ্নটাকে কেড়ে নেয়। দেশের অনেক ফুটবলারের বেলায় নিয়তিটা সত্য। দেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মেসি-রোনালদোরা স্বপ্নের সিড়ি বেয়ে লক্ষ্যে পৌঁছাতে পারে না দরিদ্রতার কবলে পড়ে। দেশ সেরা খুদে ফুটবলার সিহাব উদ্দীনের ভাগ্যেও হয়তো তেমনই নিয়তি ছিল। ২০১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্টের সেরা ফুটবলারের দিনমুজুর হওয়ার ঘটনা কাঁদিয়েছে অনেক ফুটবল প্রেমিকে। অবশেষে তার স্বপ্ন সত্যি হতে চলেছে।

পেশাদার ফুটবলার হওয়ার পথের প্রথম সিড়িটা খুঁজে পেয়েছে পাবনার এই প্রতিভাবান ফুটবলার। মা মরা ছেলের পাশে দাঁড়িয়েছে দেশের ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস।

ক্লাবের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে এখন খেলবে সিহাব। আজ ক্লাবের সভাপতি ইমরুল হাসান তার সঙ্গে সাক্ষাত করে তাকে বয়সভিত্তিক দলে যুক্ত করেছে।

বুধবার থেকে বয়সভিত্তিক দলের ক্যাম্পে যোগ দিতে তাকে বলা হয়েছে।

দারিদ্রতার কৃষ্ণগহ্বরে হারিয়ে যেতে বসা এই ফুটবলা নক্ষত্র তার স্বপ্নের সন্ধান পেয়ে যারপরানই খুশি, ‘আমি অনেক খুশি। আমার মায়ের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি অনেক পরিশ্রম করবো এখন থেকে। পেশাদার ফুটবলার হতে হবে আমাকে।’

২০১৭ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপে সেরা খেলোয়াড় হওয়া শিহাবকে ফুটবল ছেড়ে নামতে হয়েছিল জীবনযুদ্ধে। বসুন্ধরা কিংস ক্লাব তার সেই…

Posted by Bashundhara Kings on Tuesday, July 30, 2019

এখন আর থেমে থাকা নয় বরং নিজেকে পেশাদার ফুটবলে চেনাতে সবটুকু ঢেলে দিতে চান সিহাব, ‘আমি ভাবিনি এমন সুযোগ পাবো। এখন আর থেমে থাকতে চাই না। যত পরিশ্রম লাগে নিজেকে চেনাবো।’

বঙ্গবন্ধু গোল্ডকাপ২০১৭ বসুন্ধরা কিংস সিহাব উদ্দীন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর