Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধ কোটিতে সাইফেই থাকছেন জামাল ভূঁইয়া


৩০ জুলাই ২০১৯ ২২:০২

ঢাকা: টিভিএস বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ শেষ হবে আগামী মাসের আগস্টের প্রথম সপ্তাহে। এরই মধ্যে জামাল ভূঁইয়ার সঙ্গে চুক্তি নবায়ন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। সংশ্লিষ্ট সূত্রের খবর, ৬০ লাখ টাকার বেশি পারিশ্রমিকে চুক্তি পরের মৌসুম পর্যন্ত বর্ধিত করা হয়েছে জাতীয় দলের অধিনায়ককে।

চুক্তি নবায়নের প্রক্রিয়া আগেই সেড়ে ফেলেছিল ক্লাব কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৩০ জুলাই) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম সেড়েছে তারা। জামালের পেশাদারিত্ব ও ভালো পারফরম্যান্সের কারণে চুক্তি নবায়ন করা হয়েছে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। এর ফলে টানা তৃতীয় মৌসুমে জামাল ভূঁইয়াকে হলুদ শিবিরে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

সাইফ তাদের ফেসবুক অফিসিয়াল পেজে জানায়, ‘সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড আনন্দের সাথে জানাচ্ছে যে, তারা তাদের ক্লাবের ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সহিত বাংলাদেশ ফুটবল মৌসুম ২০১৯-২০ এর জন্য খেলোয়াড় চুক্তি নবায়ন করেছে।’

চুক্তি নবায়নের সময় ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি জানান, ‘তার সঙ্গে আমরা আগেই চুক্তি নবায়ন করেছি আগামী মৌসুমের জন্য। আজকে আনুষ্ঠানিকতা ছিল মাত্র। তার পেশাদারিত্ব ও ভালো পারফরম্যান্সের কারণে চুক্তি নবায়ন করা হয়েছে। আশা করছি সিনিয়র ফুটবলার হিসেবে সে তার বেস্টটাই দিয়ে যাবে।’

ডেনমার্ক প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত এই ফুটবলারের অর্ধ কোটি পারিশ্রমিকের কাতারে আগে থেকেই ছিলেন। সেটি আরেক মৌসুম বর্ধিত হলো। তার নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে আছে সাইফ। এর আগে ২০১৪ সালে শেখ জামালের হয়ে দেশের ফুটবলে পা রাখেন জামাল। ২০১৬ সালে শেখ রাসেলের হয়ে খেলে দুই মৌসুম ধরে সাইফের হয়ে খেলে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

জামাল ভূঁইয়া সাইফ স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর