Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে ৫ বছর বয়সী শিশুর হ্যাটট্রিক! (ভিডিও)


৩১ জুলাই ২০১৯ ১৮:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দিনটা সোমবার ছিল। ২৯ জুলাই। টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩তম ম্যাচ। সাইফের ঘরের মাঠ ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম। স্বাগতিকরা আতিথ্য দিয়েছে সদ্য লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসকে। দুই হ্যাভিয়েট ম্যাচে ঝাঁঝের মধ্যে সবুজ মাঠে কলিনদ্রেস-কর্দোবা-সেলিনদের ছাপিয়ে গেলেন অখ্যাত শিশু!

মাত্র দেড় মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছেন ময়মনসিংহের এক শিশু! অবাক করার মতোই।

ভাবছেন দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএলের পেশাদার লিগে এমন ঘটনা কিভাবে ঘটলো?

কলিনদ্রেসের গোলে বসুন্ধরা কিংস প্রথমার্ধে লিড নিয়ে বিরতি যায়। বিরতিতেই যেন মিরাকলটা ঘটে। এর মধ্যে সাইড-বেঞ্চের খেলোয়াড়রা বল নিয়ে মাঠে টুকোটুকি করছিল গোল হয়ে। অন্যদিকে ৪-৫ বছরের এক শিশু একটি বল নিয়ে এক গোলবার থেকে আরেকবার গোলবারে তিনবার প্রদক্ষিণ করে। বলটা নিয়ে দৌড়াতে দৌড়াতে জালে জড়িয়ে সে বলটা আবার অপর প্রান্তের জালে নিয়ে পৌঁছে দেয়। এভাবে তিনবার মাঠের মাঝ বরাবর বলটাকে নিয়ে যায় এই শিশু। সেটাও সাবলীলভাবে।

বিজ্ঞাপন

https://www.facebook.com/scbd2018/videos/498336384250870/?v=498336384250870

পরে জানা যায়, হ্যাটট্রিক করা এই শিশুর নাম মিরাজ। ময়মনসিংহের এই ফুটবল বিষ্ময়বালক সাইফ-কিংসের ম্যাচটি দেখতে মাঠে গিয়েছিল। ম্যাচের ফাঁকেই খালি বল পেয়ে কারিকুরি আর গোল করতেও ভুলেনি। যেন শিশুটি দেশের ফুটবলের নিয়তিকেই আঙ্গুল তুলে দেখালো যে দেশি ফুটবলাররাও গোল করতে পারেন সুযোগ পেলে।

তবে, ইচ্ছা থাকলেও বেশিক্ষণ থাকতে পারেনি মিরাজ। মাঠের নিরাপত্তা কর্মীরা এসে তাকে মাঠের বাইরে নিয়ে যায়। অবশ্য সেই শিশুটা যেতে যেতে একটা শিক্ষা দিয়ে গেছে দেশের ফুটবল অবস্থাকে। বুঝিয়েছে দেশের আনাচে-কানাচে হাজারো মেসি-রোনালদো ছড়িয়ে আছে। তাদের স্বপ্নটা পূরণ হয় না অপরিকল্পিত ফুটবল ব্যবস্থার কারণে।

বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মিরাজ শিশু সাইফ স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর