Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাশার সিরিজ শেষে দেশে ফিরলো তামিম, মুশফিকরা


১ আগস্ট ২০১৯ ১৪:৪৪

শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য হতাশার। সিরিজের সবকটি ম্যাচে হেরে দেশে ফিরলো তামিম, মুশফিক, রিয়াদ, সৌম্য, মোস্তাফিজরা। বিশ্বকাপের পর এটিই ছিল বাংলাদেশের প্রথম সিরিজ। কোনো ম্যাচেই লড়াই করতে পারেনি তামিমের দলটি।

শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ১৫ মিনিট) দেশের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা থাকলেও বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ দলের সদস্যদের যাত্রা বিলম্ব হয়। পরে দুই ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় যাত্রার সময়। লঙ্কানদের স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ১৫ মিনিট) নতুন একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন তামিমরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে তামিম-মুশফিকরা।

সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছিল ৫ উইকেটে। গত ২৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানরা ৮ উইকেট হারিয়ে তোলে ৩১৪ রান। বাংলাদেশ ৪১.৪ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২২৩ রান। ওয়ানডেতে তামিমের অভিষেক অধিনায়কত্বে সফরকারীরা ম্যাচ হারে ৯১ রানে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে গত ২৮ জুলাই মাঠে নেমেছিল দুই দল। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে তোলে ২৩৮ রান। জবাবে, ৩২ বল হাতে রেখে ৩ উইকেট হারানো লঙ্কানরা ম্যাচ জেতে। বাংলাদেশকে ৭ উইকেটে হারানোর পাশাপাশি স্বাগতিকরা নিজেদের মাটিতে প্রায় ৪৪ মাস পর ওয়ানডে কোনো সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ পায়। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ায় সফরকারীরা।

আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড় ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। তামিমের দলকে ১২২ রানে হারিয়েছে দিমুথ করুনারত্নের দলটি। তাতে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় সফরকারীদের।

ওয়ানডে সিরিজ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর