প্রথম অধিনায়ককে বিসিবির শেষ শ্রদ্ধা
১ আগস্ট ২০১৯ ১৮:৪৩
মরণঘাতী ক্যান্সারের কাছে আত্মসমর্পণ করে গত সোমবার পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির। বৃহস্পতিবার (১ আগসট) হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। দেশের প্রথম অধিনায়ককে শেষ শ্রদ্ধা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।
লাল সবুজের ক্রিকেটের প্রথম অধিনায়ককে শেষ শ্রদ্ধা জানতে সেখানে উপস্থিত হয়েছিলেন বিসিবি পরিচালক, সাবেক, বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয়রা। দাফন সম্পন্ন হবে মরহুমের ঘোড়াশালের বাড়িতে।
বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন শামীম কবির। ক্যান্সারের সঙ্গে লড়াই করে ধানমন্ডির ইডেন ক্লিনিকে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৭৭ সালের জানুয়ারিতে সফরকারী এমসিসি দলের বিপক্ষে সে সময়ের বিসিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন শামীম কবির। ৭-৯ জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) অনুষ্ঠিত ওই ম্যাচটিই ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অফিসিয়াল তিনদিনের ম্যাচ।