চতুর্থ হয়ে লিগ শেষ করলো সাইফ
১ আগস্ট ২০১৯ ২০:১৪
বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের অভিষেক আসরে গত বছর চতুর্থ হয়ে শেষ করেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। এবারও চতুর্থ হয়েই শেষ করলো টিভিএস বিপিএলের এগারতম আসর। শেষটা জয়েই রাঙালো জামাল-জাফররা।
বৃহস্পতিবার (১ আগস্ট) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংঘকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে সাইফ শিবির।
এর আগে লিগের প্রথম লেগে ২-০ ব্যবধানে মুক্তিযোদ্ধাকে হারিয়েছিল সাইফ। দুই লেগেই জয়ের ধারা অব্যাহত রাখলো তারা।
নিষেধাজ্ঞায় বসুন্ধরা ম্যাচে থাকতে না পারা জামাল ভূঁইয়া আজ ফিরলেন ম্যাচের প্রথম গোল করেই। ১৫ মিনিটে তার গোলেই লিড নেয় সাইফ। ২৫ মিনিটে কাতোর গোল থেকে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। ১-১ ব্যবধান নিয়েই দ্বিতীয়ার্ধ শুরু হয়। ৮৮ মিনিটে মিরাজের পাস থেকে ফয়সাল আহমেদ ফাহিমেন গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। পরে ৯০ মিনিটে সাজ্জাত হোসেনের গোলে ৩-১ ব্যবধান করে সাইফ।
ওই ব্যবধানে জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং ক্লাব। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থান নিয়ে লিগ শেষ করেছে সাইফ। অন্যদিকে ২৪ ম্যাচে ২৬ পয়েন্ট মুক্তিযোদ্ধার।