Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিন্ডিকেট ও নেকেড খেলার শিকার নোফেল’


২ আগস্ট ২০১৯ ১৮:২০

ঢাকা: টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসর থেকে বিদায় নিয়েছে টিম বিজেএমসি ও নোফেল স্পোর্টিং ক্লাব। অভিষেকেই অবনমন হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে চলে গেল নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুরের দলটি। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়েই অবনমন হয়েছে নোফেলের।

বৃহস্পতিবার শেখ জামালের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘণ্টা বাজে নোফেলের। যেতে যেতে লিগের অবস্থা নিয়ে তাদের জানিয়ে গেলেন দলের কোচ ও শীর্ষ কর্মকর্তা।

নোফেলের বাদ পড়ার কারণ হিসেবে নেকেড ম্যাচকে দায়ী করছেন কোচ কামাল বাবু, ‘এতোগুলো নেকেড নেকেড খেলা হইছে কোনও অ্যাকশন নাই। হাইটা হাইটা খেলা হইছে। আজকে যেটা পেনাল্টি না দিয়া কার্ড দিছে যদি পেনাল্টি না হয় জীবনে কোচিংয়ের নাম নিমু না। বাচ্চারা কি শিখবে?’

সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে বিপিএল থেকে বিদায় নিয়েছিল শুকতারা। সেটাও ২০০৯-১০ মৌসুমে। একই পয়েন্ট নিয়ে ৯ বছর পর অবনমন হয়েছে নোফেলের। রেকর্ড পয়েন্ট নিয়েও বিদায় নেয়ার পেছনে ফুটবল দুরাবস্থাতে দায়ী করেছেন বাবু, ‘আমাদের ২০ পয়েন্টে কোনও খাদ নেই। প্রত্যেক দলে চার বিদেশি খেলছে। আমাদের টিমে একজন কম বিদেশি নিয়ে খেলছি। আর ইনজুরির কারণে দুইজন নিয়মিত খেলতেই পারে নাই। প্রায় ৮০ ভাগ প্লেয়ার আমাদের প্রিমিয়ার লিগে অভিষেক হইছে।’

ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনের মুখেও , আমরা যে ২০টা পয়েন্ট পাইছি, খুব কষ্ট করে পাইছি। আমার যখন ১৬ পয়েন্ট তখন অনেক ক্লাবের ৮-৯ পয়েন্ট। যতক্ষণ সিন্ডিকেট থাকবে ততদিন দর্শকতো আসবেই না আমরাও হয়তো চিন্তা করবো সড়ে দাঁড়ানোর।’


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর