দেশের জার্সিতে না, কানাডায় খেলছেন রাসেল
৩ আগস্ট ২০১৯ ১৫:৩১
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে আজ (শনিবার, ৩ আগস্ট)। সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ফ্লোরিডায়। উইন্ডিজ স্কোয়াডে থাকলেও পরে নিজের নাম প্রত্যাহার করে নেন ক্যারিবীয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কারণটা তিনি নাকি ফিট নন। ফলে বাধ্য হয়ে উইন্ডিজ ক্রিকেট বোর্ড রাসেলের বদলি হিসেবে দলে ডাকেন জেসন মোহাম্মদকে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির যেকোনো আসরেই আন্দ্রে রাসেল ক্লাবগুলোর জন্য হটকেক। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলার পর আর খেলেননি তিনি। ইনজুরির কারণ দেখিয়ে বিশ্রামে ছিলেন। বিশ্বকাপের পর উইন্ডিজদের প্রথম সিরিজ ভারতের বিপক্ষে। যেখানে খেলার কথা থাকলেও রাসেল নেই প্রথম দুই ম্যাচে।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেও রাসেল খেলছেন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ভ্যানকুভার নাইটসের হয়ে খেলেছেন এই জ্যামাইকান তারকা। ব্রাম্পটনে সিএএ সেন্টারে এডমনটন রয়েলসের বিপক্ষে ০ রানে আউট হয়েছেন রাসেল। বল হাতে অবশ্য দেখা যায়নি তাকে।
রাসেলের এমন কাণ্ডে বেশ অবাক হয়েছেন উইন্ডিজ দলপতি কার্লোস ব্রাথওয়েইট। সমালোচনা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। অনেকেই বলছেন দেশের জার্সির থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির আসরে পারিশ্রমিক বেশি পান বলেই রাসেল সেখানে ঝুঁকি নিয়ে হলেও খেলে বেড়াচ্ছেন।