Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়েই সিরিজ শুরু ভারতের


৪ আগস্ট ২০১৯ ০৯:৩৮

বিশ্বকাপের পর ক্রিকেটে ফিরেছে ভারত। আমেরিকায় উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলো কোহলিদের। যুক্তরাজ্যে ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি উইন্ডিজ ব্যাটিং লাইন আপ। লো স্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় ভারতই।

টস জিতে আগে উইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অভিষিক্ত নাভদীপ সাইনি আর ভুবনেশ্বর কুমারের দারুণ বোলিংয়ের নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৫ রান তোলে ক্যারিবিয়রা। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমেও ভারত জয় পায় মাত্র ৪ উইকেটে।

বিজ্ঞাপন

ভারতীয় পেসার সাইনি ৪ ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। এর মধ্যে একটি মেইডেন ওভারও ছিল। এছাড়া ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। কাইরন পোলার্ডের ৪৯ আর নিকোলাস পুরানের ২০ রান ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আর তাই তো ক্যারিবিয়ানদের ইনিংস থামে মাত্র ৯৫ রানে।

টি-টোয়েন্টিতে মাত্র ৯৬ রানের লক্ষ্য, সেটিও ভারতের মতো বিশ্বসেরা ব্যাটিং লাইন আপের সামনে। তবে দীর্ঘ দিন পর দলে ফেরা সুনীল নারাইন, শেলডন কটরেলের বোলিং তোপে কপালে ভাজ পড়ে যায় কোহলিদের। ৮৮ রানেই আউট হয়ে যায় ছয় ব্যাটসম্যান, তবে শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজা ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

ভারতের পক্ষে এই ম্যাচে সর্বোচ্চ রান করেন ওপেনার রোহিত শর্মা (২৪)। এই ম্যাচে দুইটি ছয় মেরে টি-টোয়েন্টিতে একক ভাবে সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি ক্রিস গেইলের কাছ থেকে নিজের করে নিয়েছেন রোহিত। ক্রিকেটের এই সংস্করণে রোহিতের মোট ছয়ের সংখ্যা ১০৬টি। আর ক্রিস গেইলের ছয়ের সংখ্যা ১০৫টি। গেইল বর্তমানে কানাডার লিগে খেলছেন।

বিজ্ঞাপন

সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ এবং ৬ আগস্ট। আর এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে।

টি-টোয়েন্টি টি-টোয়েন্টি সিরিজ ভারত-উইন্ডিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর