বার্সার চতুর্থ সাইনিং জুনিয়র ফিরপো
৪ আগস্ট ২০১৯ ১৮:০৪
রিয়াল বেতিস থেকে স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার জুনিয়র ফিরপোকে দলে ভেড়ালো বার্সেলোনা। ২২ বছর বয়সী এই তরুণকে পাঁচ বছরের জন্য নিয়েছে বার্সা। যার রিলিজ ক্লজ ধরা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। তার অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, বার্সা-বেতিসের সমঝোতার মাধ্যমে ১৮ মিলিয়ন ইউরোতে জুনিয়র ফিরপোকে দলে নেওয়া হয়েছে। এর সঙ্গে আনুষঙ্গিক আরও ১২ মিলিয়ন ইউরো পাবে ফিরপো।
এই স্প্যানিশকে দলে নেওয়ার মধ্যদিয়ে বার্সা এই মৌসুমে চতুর্থ সাইনিং করলো। এর আগে ফ্রেঙ্কি ডি জং, অ্যান্তোনিও গ্রিজম্যান আর নেতোকে দলে টেনেছে বার্সা।
বেতিসের দ্বিতীয় দলে ২০১৪ সালে নাম লেখান ফিরপো। তিন মৌসুম সেখানে খেলেছেন ৪৫ ম্যাচ। ২০১৭ সালে বেতিসের মূল দলে জায়গা করে নেন। ২০১৭-১৮ মৌসুমে বেতিসের হয়ে খেলেছেন ১৪ ম্যাচ আর গত মৌসুমে খেলেছেন আরও ২৯টি ম্যাচ। দুই মৌসুমে ৪৩ ম্যাচ খেলে গোল করেছেন ৫টি। ক্লাব ক্যারিয়ারে ৮৮ ম্যাচে ৭টি গোল করেছেন এই লেফটব্যাক।