Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনতার ভোটে’ বিপিএলের সেরা কারা?


৪ আগস্ট ২০১৯ ১৯:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শনিবার আনুষ্ঠানিকভাবে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসর। তুলনামূলক মান সম্মত বিদেশি ও স্থানীয় ফুটবলাররা এবারের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে আলো ছড়িয়েছে অনেক। এবারের বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক বিষয় নিয়েই। সবকিছু ছাপিয়ে কিছু ফুটবলার নজর কেড়েছে দেশের ফুটবল প্রেমিদের।

লিগের এবারের আসরে ফুটবলশৈলী দিয়ে নজর কাড়া ফুটবলারদের নিয়ে সেরা দল পছন্দ করেছে ‘জনতা’। আক্ষরিক অর্থে বলতে দেশের ফুটবল সমর্থক সংগঠন সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল (এসবিএফ)। বিভিন্ন গ্রুপে জরিপ চালিয়ে ১৭ জনের দল সাজিয়ে তারা।

সেই তালিকায় সেরা একাদশে থাকছেন যারা:
দল: বসুন্ধরা কিংস
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক): কিংস
বিশ্বনাথ ঘোষ: শেখ রাসেল
ইয়াসিন ওভী: শেখ রাসেল
মাশিহ সাইঘানি: ঢাকা আবাহনী
মোহাম্মদ ইব্রাহিম: বসুন্ধরা কিংস
মাসুক মিয়া জনি: কিংস
ড্যানিয়ের কর্দোবা: সাইফ স্পোর্টিং
ড্যালিয়েল কলিনদ্রেস: কিংস
বিপলু আহমেদ: শেখ রাসেল
মতিন মিয়া: কিংস
সানডে সিজোবা: ঢাকা আবাহনী

বিজ্ঞাপন

সাইডবেঞ্চের ফুটবলাররা: আশরাফুল রানা (শেখ রাসেল, রায়হান হাসান (ঢাকা আবাহনী), নুরুল নাইম ফয়সাল, নবীব নেওয়াজ জীবন, তকলিছ আহমেদ (মোহামেডান), বখতিয়ার (কিংস)।

কোচ: অস্কার ব্রুজন

লিগ কর্তৃপক্ষ সেরা একাদশ না দিলেও এসবিএফ থেকে দল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের বিভিন্ন সমর্থকগোষ্ঠীর গ্রুপে জরিপ চালিয়ে এই দল পছন্দ করা হয়েছে। 

এসবিএফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর