Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্সেনালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয় বার্সার


৫ আগস্ট ২০১৯ ১৩:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্প ন্যু’তে জোয়ান গাম্পার ট্রফিতে এই মৌসুমে আর্সেনালকে আমন্ত্রণ জানায় বার্সেলোনা। আর প্রত্যাশিত জয় নিয়েই শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। জোয়ান গাম্পারের স্মরণে প্রতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ম্যানেজমেন্ট আয়োজন করে এই প্রীতি টুর্নামেন্ট।

আর্সেনালকে এই মৌসুমের গাম্পার ট্রফিতে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করেছে কাতালানরা। ম্যাচের শুরু থেকেই দুই দল দারুণ আক্রমণাত্ম খেলতে থাকে। অবশ্য ম্যাচের প্রথমেই পিছিয়ে পড়ে কাতালানরা। অবমেয়ং গানার্সদের হয়ে ম্যাচের ৩৬ মিনিটে গোল করলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে খোলস ছেঁড়ে বেরিয়ে আসে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করতে থাকে গানার্সদের রক্ষণভাগে। তবে কিছুতেই যেন কিছু হচ্ছিলো না কাতালানদের। তবে ম্যাচের ৬৯ মিনিটে আর্সেনাল ফুটবলার মিটল্যান্ড নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সা।

সমতায় ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় তারা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না কোনো ভাবেই। তবে শেষ পর্যন্ত ম্যাচের ৯০ মিনিটে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর তার গোলেই শেষ পর্যন্ত শিরোপা জিতেই মাঠ ছাড়ে বার্সেলোনা।

জোয়ান গাম্পার বার্সেলোনা-আর্সেনাল মৌসুম শুরু শিরোপা জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর