ছয় মাসেই জেনিত ছাড়তে হতে পারে ম্যালকমকে
৫ আগস্ট ২০১৯ ১৭:২৩
বার্সেলোনা থেকে রাশিয়ান ক্লাব জেনিতে পাড়ি জমিয়েছেন গুণে গুণে দশদিনও হয়নি। আর এর মধ্যেই গুঞ্জন উঠেছে জানুয়ারিতে শীতকালীন দলবদলের মৌসুমেই জেনিত ছাড়তে পারেন এই ম্যালকম। চূক্তি ঘোষণার পর থেকেই জেনিত ফুটবল ক্লাবের সমর্থকদের রোষানলে পড়েন তিনি।
শুক্রবার (২ আগস্ট) অফিসিয়াল ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হয় ম্যালকম বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন জেনিতে। আর এরপর থেকেই জেনিতের সমর্থকরা নানান প্রকার বর্ণবাদী ব্যানার, পোস্টার নিয়ে আক্রমণ করে বসে ম্যালকমকে।
আর এই বর্ণবাদী আচারণের পরিমাণ এত বেশি যে জেনিত ভাবছে ম্যালকমকে শীতকালীন দলবদলের মৌসুমে বিক্রি করে দেওয়ার কথাও। জেনিতের এই স্টেডিয়ামেই বিশ্বকাপের সময় বর্ণবাদী আচারণের শিকার হয়েছিলেন পল পগবা এবং উসমান দেম্বেলে।
তবে ম্যালকমের ব্যাপারে কোনো অফিসিয়াল ঘোষণা প্রদান করেনি জেনিত। রাশিয়ান সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে জানা গেছে জানুয়ারিতেই ম্যালকমকে নতুন ঠিকানা খুঁজে নিতে বলা হবে। এর আগে গেল মৌসুমের শুরুতে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ম্যালকম। আর সেই ট্রান্সফারও কম নাটকীয় ছিল না।
ইতালিয়ান ক্লাব এএস রোমার সাথে ব্যক্তিগত মৌখিক চূক্তি করে ফেলার পরেও শেষ মুহুর্তে বার্সেলোনায় নাম লেখান। এএস রোমা নিজেদের টুইটার একাউন্ট থেকে অফিসিয়াল ঘোষণাও দিয়ে দিয়েছিল ম্যালকম আসছে বলে। তবে শেষ মুহুর্তে বার্সেলোনায় খেলার লোভ সামলাতে না পেরে রোমাকে না করে দিয়ে বার্সায় পাড়ি জমান।
আর এক মৌসুম পরেই বার্সেলোনা তাকে জেনিতের কাছে বিক্রি করে দিয়েছে। তবে জেনিতেও স্থায়ী হতে পারবেন ম্যালকম এমনটাও নিশ্চিত নয়।
আরও পড়ুন: অনুশীলনে চোট পেয়েছেন মেসি