Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিজমানকে নিয়ে বার্সা-অ্যাতলেটিকোর নাটকের নতুন মোড়


৬ আগস্ট ২০১৯ ১৩:৫৭

নতুন মৌসুমে রিলিজ ক্লজ পরিশোধ করে অ্যান্তোনিও গ্রিজমান যোগ দিয়েছেন বার্সেলোনায়। তবে তার দলবদলটা ছিল নাটকীয়তায় ভরপুর এবং বিতর্কিতও বটে। কাতালানদের জার্সি গায়ে চড়িয়ে ইতিমধ্যে খেলেছেন প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচও। কিন্তু বার্সার হয়ে লা লিগায় খেলা নিয়ে সংশয় জেগেছে বিশ্বকাপ জয়ী এই ফ্রেঞ্চ তারকার। লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস জানিয়েছেন, ‘ইচ্ছা করলেই আমরা বার্সার হয়ে গ্রিজমানের খেলা বন্ধ করে দিতে পারি।’

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাতলেটিকো ছেড়ে কাতালানদের ডেরায় যোগ দিয়েছেন গ্রিজমান। বার্সায় যোগ দিতে নিজের রিলিজ ক্লজ লা লিগার কর্তৃপক্ষের কাছে পরিশোধ করেছেন তিনি। তবে সাবেক ক্লাব অ্যাতলেটিকোর অভিযোগ এখানেই, গেল মৌসুম চলার সময়ই বার্সার সাথে চুক্তি করে গ্রিজমান। যদিও বার্সা কর্তৃপক্ষ বরাবরই এই অভিযোগ নাকচ করে আসছে।

মাদ্রিদের ক্লাবটির দাবী ছিল গ্রিজির রিলিজ ক্লজ ২০০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়নে নেমে আসার আগেই বার্সার সাথে তাদের চুক্তি হয়েছে। তাই তো চুক্তি অনুযায়ী বার্সার কাছে আরও ৮০ মিলিয়ন ইউরো অর্থ প্রাপ্য অ্যাতলেটিকোর। এবার সেই বাকি অর্থের জন্যই কাতালান ক্লাবটির বিপক্ষে লা লিগার কাছে নালিশ করেছে তারা।

কারণ হিসেবে তারা বলেছে, গ্রিজমানের সঙ্গে বার্সেলোনা যখন চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে, তখন গ্রিজমানের বাই আউট ক্লজ ১২০ মিলিয়ন নয়, ২০০ মিলিয়ন ইউরো ছিল। গ্রিজমানের জন্য তাই আরও অর্থ দিতে হবে, এমনটাই দাবি অ্যাতলেটিকোর, ‘(গ্রিজমানের জন্য) যে পরিমাণ অর্থ জমা করা হয়েছে, সেটা তার রিলিজ ক্লজ ভাঙার জন্য যথেষ্ট নয়। কারণ এটা পরিষ্কার, তাঁর মূল্য ২০০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়নে নেমে আসার আগেই তাদের দুই পক্ষের চুক্তি হয়ে গিয়েছিল।’

এই বছরের জুলাই মাসের আগ পর্যন্ত গ্রিজমানের বাই আউট ক্লজ ছিল ২০০ মিলিয়ন ইউরো, যেটা কি না জুলাইয়ের পর চুক্তি অনুযায়ী কমে ১২০ মিলিয়নে দাঁড়িয়েছে। মাস খানেক আগে গ্রিজমান অ্যাতলেটিকো ছাড়ার ঘোষণা দিলেও কোথায় যোগ দেবেন, সেটা বলেননি। গ্রিজমানের বার্সায় যোগ দেওয়ার বিষয়টা নিশ্চিত হয়েছে জুলাই মাসের ১ তারিখের পর। ফলে গ্রিজমানের বাই আউট ক্লজের ওই শর্তের পূর্ণ সুবিধা নিয়েছে বার্সেলোনা। অ্যাতলেটিকো দাবি করেছে, গ্রিজমান যখন অ্যাতলেটিকো ছাড়ার ঘোষণা দিয়েছিলেন, তখনই বার্সার সঙ্গে তাঁর চুক্তির সবকিছু নির্ধারিত হয়ে গিয়েছিল। তাই ১২০ মিলিয়ন ইউরো নয়, সম্পূর্ণ ২০০ মিলিয়ন ইউরোই দিতে হবে। আর অ্যাতলেটিকোকে যদি এই অর্থ পরিশোধ করা না হয়, তাহলে গ্রিজমান যেন লা লিগাতেই আর খেলতে না পারেন, সেই আবেদনও লা লিগার কাছে করে রেখেছে তারা। এখন শোনা যাচ্ছে, অ্যাতলেটিকোর দাবির পক্ষে যুক্তি প্রমাণও আছে।

আর অ্যাতলেটিকোর এই অভিযোগের কারণেই গ্রিজম্যানের বার্সার হয়ে লা লিগায় খেলা আটকে দিতে পারে লিগ কর্তৃপক্ষ। স্প্যানিশ রেডিও ওয়ান্ডা সেরোকে লিগ প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস জানিয়েছেন, ‘গ্রিজমানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে লা লিগা কর্তৃপক্ষ। অ্যাতলেটিকো আমাদের কাছে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ জানিয়েছে। আর আমরা ইচ্ছা করলেই যেকোনো ফুটবলারের ট্রান্সফার আটকে দিতে পারি। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সঠিকভাবে তদন্ত করা হবে।’

অ্যাতলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা উভয় ক্লাবের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা হবে এই ঘটনার বিষয়ে। এবং তাদের উপস্থিতিতেই সকল সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানায় লা লিগা কর্তৃপক্ষ। আর তাই তো এখনো ঝুলে রয়েছে লা লিগায় বার্সেলোনার হয়ে অ্যান্তোনিও গ্রিজমানের খেলা।

আরও পড়ুন: ফিফার সেরা ফুটবলারের দৌড়ে এগিয়ে রোনালদোই

অ্যাতলেটিকো মাদ্রিদ অ্যান্তোনিও গ্রিজম্যান নিষেধাজ্ঞা বার্সেলোনা লা লিগা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর