Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুভেন্টাস-সিটির সমঝোতা চুক্তি


৮ আগস্ট ২০১৯ ১৩:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস থেকে জোয়াও কানসেলোকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পর্তুগিজ ডিফেন্ডার কানসেলোকে নিতে সমঝোতার চুক্তিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোকে জুভিদের হাতে তুলে দিতে হয়েছে সিটিজেনকে।

২৫ বছর বয়সী কানসেলোর সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে সিটি। ইংলিশ ক্লাবটিতে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন কানসেলো। আর ২৮ বছর বয়সী দানিলোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে জুভিরা। ইতালিয়ান ক্লাবটিতে ২০২৪ সালের জুন পর্যন্ত খেলবেন দানিলো।

গত বছর স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়া থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন কানসেলো। উয়েফা নেশন্স লিগ জয়ী পর্তুগাল দলের সদস্য এই রাইট-ব্যাককে কিনতে ৬৫ মিলিয়ন ইউরো খরচ হয়েছে সিটির।

বিজ্ঞাপন

২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে সিটিতে যোগ দিয়েছিলেন দানিলো। চুক্তির অংশ হিসেবে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে কিনতে ৩৭ মিলিয়ন ইউরো খরচ হয়েছে জুভেন্টাসের।

জুভেন্টাস জোয়াও কানসেলো দানিলো ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর