বাছাইপর্বে নারী দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড-যুক্তরাষ্ট্র
৮ আগস্ট ২০১৯ ১৯:৪৫
সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, রানারআপ হয় আয়ারল্যান্ড। এবার বাছাইপর্ব পেরিয়ে ২০২০ টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে অংশ নিতে হবে এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশকে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ছাড়াও বাছাইপর্বের অন্য ছয় দল হলো স্বাগতিক স্কটল্যান্ড, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
আট দলের অংশগ্রহণে ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত স্কটল্যান্ডে বসবে বিশ্বকাপ বাছাইপর্ব। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে ৮ দলের বাছাইয়ে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সেরা দুই দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার চ্যালেঞ্জে টাইগ্রেসদের প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বাছাই শুরুর আগে বাংলাদেশ খেলবে প্রস্তুতি ম্যাচ, ২৯ আগস্ট তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
গতবারের আরেক ফাইনালিস্ট আয়ারল্যান্ড ‘বি’ গ্রুপে পেয়েছে থাইল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডসকে। প্রাথমিকভাবে বাছাইপর্বের টিকিটই পায়নি নামিবিয়া। আইসিসি থেকে জিম্বাবুয়েকে বহিষ্কার করায়, তাদের পরিবর্তে সুযোগ পেয়েছে নামিবিয়া।
সেমি ফাইনাল হবে ৫ ও ৬ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বাছাইপর্ব।
বাছাইয়ে বাংলাদেশের সূচি:
৩১ আগস্ট: বাংলাদেশ-পাপুয়া নিউগিনি
১ সেপ্টেম্বর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-স্কটল্যান্ড