Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্রাম চেয়েছেন তামিম


১০ আগস্ট ২০১৯ ২৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে সাকিবের পরামর্শ আমলে নিলেন বিশ্বকাপ থেকে লংকা সিরিজ পর্যন্ত ধারাবাহিক ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া তামিম ইকবাল।

আগামী অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ১ ম্যাচ সিরিজের টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্ট চলাকালে বিশ্রাম চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন তামিম।

তবে তাকে ছুটি দেওয়া হচ্ছে কী না তা জানা যাবে ঈদুল আজহার পরে।

শনিবার (১০ আগস্ট) বিষয়টি সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি জানান, ‘তামিমের এই সংক্রান্ত একটা চিঠি আমরা পেয়েছি। তবে এখনও তার বিশ্রামের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ঈদ শেষে আমরা বৈঠকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

বিজ্ঞাপন

বিশ্বকাপে ৬ ইনিংসে ১৫৪ রানে সমালোচনায় জর্জরিত বাঁ হাতি ওপেনার তামিম বিশ্বকাপ পরবর্তী শ্রীলংকা সফরে আরও বড় ব্যর্থ হয়েছেন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন সর্বসাকূল্যে ২১ রান।

ফর্মের এমন যাচ্ছেতাই অবস্থা কাটিয়ে প্রবল বিক্রমে ফিরতে তামিমকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন তারই সতীর্থ সাকিব আল হাসান।

সে কারণেই হয়ত ফর্ম ফিরে পেতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ১ ম্যাচের টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিতে বিসিবিকে চিঠি দিয়েছেন তামিম।

টপ নিউজ তামিম ইকবাল খান বিশ্রামে তামিম বিসিবিকে তামিমের চিঠি